Darlings: ‘ডার্লিংস’-এর সাফল্য উদযাপনে অনুপস্থিত আলিয়া, তাঁকে মিস করে কী লিখলেন পর্দায় তাঁর ‘খলনায়ক’ স্বামী?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 31, 2022 | 9:28 PM

Alia Bhatt: আলিয়া ভাট অন্তঃসত্ত্বা। আর কয়েক মাসের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি। বিশ্রামে থাকতে হচ্ছে তাঁকে।

Darlings: ডার্লিংস-এর সাফল্য উদযাপনে অনুপস্থিত আলিয়া, তাঁকে মিস করে কী লিখলেন পর্দায় তাঁর খলনায়ক স্বামী?
'ডার্লিংস' ছবির দৃশ্যে আলিয়া ভাট, শেফালি শাহ ও বিজয় বর্মা।

Follow Us

৫ অগস্ট থেকে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করে দিয়েছে আলিয়া ভাট প্রযোজিত ও অভিনীত ছবি ‘ডার্লিংস’। মুক্তির পরপরই প্রশংসা কুড়োতে শুরু করেছে এই ওয়েব ফিল্ম। গার্হস্থ্য হিংসা এবং হিংসার শিকার গৃহবধূদের শান্তভাবে জ্বলে ওঠাই চিত্রনাট্যের গল্প। ছবিতে ‘মার খাওয়া’ গৃহবধূ বদ্রুন্নিসার চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। তাঁর মা শাসুন্নিসার চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ। আলিয়ার স্বামী হমজ়ার চরিত্রে দেখা যায় বিজয় বর্মাকে। তিনি এক কথায় অনবদ্য পারফর্ম করেছেন গোটা ছবিতে।  ছবির পরিচালক নবাগতা জসমিৎ কে রিন। নেটফ্লিক্সের ফিল্মস ডে-র অনুষ্ঠানে ছবির সাফল্য উদযাপিত হয়। ইনস্টাগ্রামে সেই অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন বিজয়। অন্তঃসত্ত্বা আলিয়া ভাটের উদ্দেশেও বেশ কিছু কথা লেখেন তিনি।

বিজয় তাঁর পোস্টে লিখেছেন, “‘ডার্লিস’-এর জন্য সকলের থেকে আমরা যে ভালবাসা পেয়েছি, তা আমরা সেলিব্রেট করেছি। আমরা তোমাকে মিস করেছি আলিয়া ভাট।”

আলিয়া ভাট অন্তঃসত্ত্বা। আর কয়েক মাসের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি। বিশ্রামে থাকতে হচ্ছে তাঁকে। কিন্তু তাতে কী, বিদেশে গিয়ে হলিউড ছবিতে শুটিং, ছবির প্রচার কিছুই থামছে না। আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র জন্য প্রচারও করতে যেতে হচ্ছে তাঁকে। যেহেতু তাঁকে বিশ্রামেও থাকতে হচ্ছে, তাই নেটফ্লিক্সের এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি আলিয়া। তাঁকে সকলেই মিস করেছেন এদিন।

নেটফ্লিক্স ফিল্মস ডে-তে ৯টি নতুন প্রজেক্ট লঞ্চ করে ওটিটি প্ল্যাটফর্ম। তালিকায় রয়েছে তব্বুর ‘খুফিয়াঁ’। রয়েছে রাজকুমার রাও, রাধিকা আপ্তে, হুমা কুরেশি এবং শিকান্দর খের অভিনীত ‘মনিকা মাই ডার্লিং’।

Next Article