চার বন্ধু, সেই কোন ছেলেবেলার। চিরকালই হেঁটেছে সমাজের বেঁধে দেওয়া নিয়মের বিরুদ্ধে। ওদের দস্যিপনায় পরিবার থেকে সমাজ অতিষ্ঠ। মফঃস্বলের জল হাওয়ায় বড় হয়ে ওঠা চারজন সাধারণ মেয়ে কিন্তু আদপে সাধারণ নয়। সমাজের চোখে অলক্ষ্মী তকমা সেই কবেই জুটেছে ওঁদের। সেই চার ‘অলক্ষ্মী’ যখন ব্যাচেলারটে গোয়ায় যায় তখন কী হয় তাঁদের সঙ্গে? টলিউডের চার অলক্ষ্মীকে নিয়েই আসছে সিরিজ ‘অলক্ষ্মীজ ইন গোয়া’। সিরিজের প্লট বলছে, তিতাস, বর্ষা, হৈ আর রনিতা- এই চারজনকে নিয়েই গল্প। এই চারজন ঠিক করে তিতাসের ব্যাচালেরটে গোয়া যাবে। শুরু হয় বহউ প্রতীক্ষিত গোয়া ট্রিপ। প্ল্যানমাফিক গোয়ায় গিয়ে পৌঁছলেও শুরু থেকেই দেখা যায় একের পর এক বিপত্তি। প্রথমেই গোয়ায় গিয়ে রনিতার স্বামী সেলিব্রিটি রাজনীতিক অর্পণের সঙ্গে ঝামেলার চোটে হোটেল ছাড়া হয়ে পড়ে ওরা। তারপর তাদের ভিলাতেই এক আচমকা মৃত্যু যেন হঠাৎই তছনছ করে দেয় তাঁদের জীবন। পরতে পরতে বদলে যেতে থাকে গল্পের প্রতিটি অধ্যায়। হাসিখুশি মেয়েগুলোর জীবনে ওঠে ঝড়। কোনদিকে এগোয় প্লট? তা নিয়েই এই সিরিজ।
সিরিজের কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালক জয়দীপ বন্দোপাধ্যায়। তাঁর কথায়, “পাঁচ বছর আগে ভাবা একটা গল্প, দুই বছর ধরে যেটা আমি বানানোর চেষ্টা করছি, সেই সুবাদে যতদিক দিয়ে যতরকম বাধা আসতে পারে, সেই সবই এসেছে..”। সিরিজে অভিনয় করেছেন, প্রিয়াংকা মণ্ডল, প্রিয়াংকা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায়, আভেরী সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায়, সুদীপা বসুসহ অনেকেই। টলিউডের এই ‘অলক্ষ্মীদের’ নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন? তিনি যোগ করেন, “আমাদের অলক্ষ্মীরা পর্দার সামনে এবং পেছনে একইরকম প্রভাবশালী। টলিউডের পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে অনেক কথা হয়, আমাদের সেটে কিন্তু পুরোদস্তুর মাতৃতন্ত্র চলেছে!বাধাবিপত্তি কাটিয়ে সমাজের আগামী মাসে ক্লিকে আসতে চলেছে এই সিরিজ। উত্তেজিত পরিচালক। উত্তেজিত কলাকুশলীরা।