মালাইকা আরোরা, বরাবরই ভীষণ স্পষ্টবাদী। স্পষ্ট কথা বলতেই তিনি পছন্দ করেন। কোন রকম রাখঢাক ছাড়াই নিজের ব্যক্তিগত জীবন হোক বা যে কোন প্রসঙ্গে তিনি মনের কথা মুখে আনতে খুব বেশি সময় নেন না। যদিও মালাইকা সম্পর্কে অনেকেই ফেক বা ভুয়ো মন্তব্য করে থাকেন, অভিনেত্রী মানে সবটাই অভিনয়। ক্যামেরার সামনে তাঁরা খোলা মনে কখনও-ই কথা বলেন না, নেটিজেনদের একশ্রেণীর এমনটাই মত। যদিও মালাইকা বর্তমানে নেটিজেন বা ট্রেলার কারও কথাতেই কান দেওয়া পছন্দ করেন না। তবে একটা সময় দিতেন, অতীতের স্ট্রাগলের কথা বলতে গিয়ে খোদ মালাইকা আরোরা জানিয়েছিলেন তিনি প্রতিটা খুঁটিনাটি বিষয় ভীষণ নজরে রাখতেন।
তাকে নিয়ে কি কথা উঠছে, রটছে। তাঁকে নিয়ে কী ধরনের চর্চা হচ্ছে, সবেতেই থাকতো তাঁর কড়া নজর। আর সেখানেই হতো বিপত্তি, এই ধরনের নেগেটিভ আলোচনা মন্তব্য তাঁকে রীতিমতো ভাবিয়ে তুলত। কষ্ট পেতেন, গুমড়ে গুমড়ে কাঁদতেন, সম্প্রতি তার শো-তে এসে নিজেই এ কথা স্বীকার করেন মালাইকা আরোরা, জানান কেরিয়ার শুরুতে তিনি রীতিমতো আঘাত পেতেন এসব কথা শুনে। তবে এখন মালাইকার নিত্যদিনের এটাই যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তাকে নিয়ে সমালোচনা নজরে আসবে না তা একপ্রকার যেন অসম্ভব।
সেই কারণেই মালাইকা এখন আর ট্রোলারদের মন্তব্যের কোনও বিষয়ই নজরে রাখেন না খোদ করণ জোহারকে এমনটাই জানান তিনি। করণ জোহার মালাইকার শো-তে এসে প্রশ্ন করেছিলেন তাকে নিয়ে ঠিক কি কি চর্চা হয় সেই বিষয়ে উল্লেখ করে। যেমন সোশ্যাল মিডিয়ার ট্রোলের টপিক যখন মালাইকার নিতম্ব, কমবেশি এ তথ্য সকলেরই জানা, তবে মালাইকার মুখের অভিব্যক্তি প্রমাণ করেছিল তিনি যেন কিছুই জানতেন না। কখনও লক্ষ্যই করেননি। সেদিনই তিনি করণকে জানিয়েছিলেন বর্তমানে এসব বিষয় তিনি আর গুরুত্ব দেন না।