গায়ক এবং র্যাপার বাদশাহর সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। বাদশাহর হাত ধরে একটি দীপাবলির পার্টিতে গিয়েছিলেন ম্রুণাল এবং তাতেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন রটেছে সর্বত্র। এতে দুই তারকার অনুরাগীকুল খুবই খুশি হয়েছেন। এমন বিষয় রটে যাওয়ার পর দুই তারকার মুখে কুলুপ। কেউই কোনও কথা বলেননি। কিন্তু এবার মুখ খুললেন বাদশাহ। অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মজা করে বাদশাহ বলেছেন, “প্রিয় ইন্টারনেট, আপনাদের হতাশ করার জন্য আমি খুবই দুঃখিত। আপনারা যা ভাবছেন, তেমন কিছু একেবারেই ঘটেনি।।
বাদশার হাত ধরে শিল্পা শেট্টির দীপাবলি পার্টিতে হাজির হয়েছিলেন ম্রুণাল। দুই তারকা নিজ-নিজ পরিধিতে বিখ্যাত। ম্রুণাল একজন নামকরা অভিনেত্রী। এবং বাদশাহ নামকরা গায়ক। অতীতেও বাদশাহের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হয়েছে। প্রত্যেকবারই তিনি মাথা ঠান্ডা করে বিষয়টা সামলেছেন। এবারও তাঁর অন্যথা হয়নি।
ম্রুণাল ঠাকুর অভিনীত ‘পিপা’ ছবিটি সদ্য মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ছবি। সেখানে ব্যবহৃত হয়েছে নজরুল ইসলামের গাওয়া একটি গান-‘কারার ওই লৌহ কপাট’। যে গানটি নিজের গেয়ে বাঙালির রোষের মুখে পড়েছেন সঙ্গীত পরিচালক এ আর রহমান।