মা শ্রীদেবী নেই, বোন খুশি কাপুর ছোট। এমতাবস্থায় বাবা বনি কাপুর যখন অবাধ্য হয়ে যান তখন মা’ই হয়ে উঠতে হয় মেয়েকে, ঠিক যেমন হতে হল জাহ্নবী কাপুরকে। এক অনুষ্ঠানে চুপিচুপি টেবিল থেকে চকোলেট খেয়ে ফেলছিলেন বনি কাপুর। দেখতে পেয়েই জাহ্নবী যা করলেন তাতে নিজের সঙ্গে মিল খুঁজে পেতে পারেন আপনি। যেই না বনি চকোলেটের দিকে হাত বাড়িয়েছেন ওমনি বেজায় রেগে যেতে দেখা গেল জাহ্নবীকে। দিলেন ধমকও। আর মেয়ে রেগে গিয়েছে বুঝতে পেরে বনিও চকোলেট মুখে তোলার আর সাহস করেননি। চুপচাপ তা রেখে দেন প্লেটে।
ওই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনরা মিল খুঁজে পেয়েছেন নিজেদের সঙ্গে। অনেকেই লিখেছেন, “ঠিক একই রকম কান্ড আমরাও ঘটাই বাবার সঙ্গে, একটা বয়সের পর ওঁরাও যেন বাচ্চা হয়ে যান। কিছুই আর শুনতেই চান না”। এই মুহূর্তে ভরপুর প্রেমে আছেন জাহ্নবী কাপুর। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। জাহ্নবীর জন্মদিনে শিখরের সঙ্গেই তিরুপতিতে পুজো দিতে গিয়েছিলেন তিনি। দু’দিন আগে বোন খুশি কাপুরের জন্মদিনের ঘরোয়া পার্টিতেও হাজির ছিলেন শিখর। শুধু কি তাই? সম্প্রতি মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতেও একসঙ্গে গিয়েছিলেন দু’জনে। সব মিলিয়ে প্রেম এই মুহূর্তে জমে ক্ষীর।