বিগবসের ঘরে বিতর্ক থামছেই না। জিসান খানকে বিগবসের তরফে বের করে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রতীক সেহজপালের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন তিনি যা শেষ হয় বিশ্রীভাবে। এ বারে গায়ক মিলিন্দ গাবা ও গায়িকা নেহা ভাসিনের মধ্যেও উত্তেজনা চরমে।
কখনও নেহার পদবীকে বিকৃত করা আবার কখনও বা শো’য়ে নেহার সঙ্গে প্রতীক সহজপালের বিশেষ সম্পর্ককে কটাক্ষ করা– চলছেই। ছেড়ে কথা বলছেন না নেহাও। নিজেদের কানেকশনের সঙ্গে জুটি বেঁধে টাস্ক করছিলেন নেহা-মিলিন্দ। হঠাৎই নেহার পদবী ভাসিনকে বিক্রিতি করে বেসিন বলে উচ্চারণ করেন মিলিন্দ। এখানেই শেষ নয়, ওয়াশ বেসিন বলে ডাকতেও শুরু করেন তিনি। এগিয়ে যান নেহার দিকে। নেহা পাল্টা বলেন, “দূরে সরে যাও মিলিন্দ। তোমার শরীর অনুভব করতে পারছি, যা একেবারেই ভাল নয়।” এরপরেই নেহাকে কার্যত ব্যক্তিগত আক্রমণ করে মিলিন্দ বলেন, “এখানেই শরীরই অনুভব করতে এসেছে ও। কখনও প্রতীকের আবার কখনও রাকেশের।”
প্রসঙ্গত, বিগবস ওটিটিতে প্রবেশের পর থেকেই নেহা ও প্রতীক সহজপালের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। মাঝেমধ্যেই অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা যাচ্ছে তাঁকে। এখানেই শেষ নয়, ব্যক্তিগত জীবনের খুঁটিনাটিও নেহাকে শেয়ার করছেন প্রতীক। বিগবস হাউজে প্রবেশের পর নেহার ‘কানেকশন’ ছিলেন মিলিন্দ। অন্যদিকে প্রতীকের কানেকশন ছিলেন অক্ষরা। কিন্তু প্রতীক ও নেহা দুজনেই দুজনকে বেছে নিয়ে আগের কানেকশনদের বাতিক করে দেন। তখন থেকেই মিলিন্দ ও নেহার মধ্যে খারাপ সম্পর্কের সূত্রপাত, যা গড়াল ব্যক্তিগত আক্রমণের পর্যায়েও। পরে যদিও নিজের বলা কথায় নেহার কাছে ক্ষমা চাইতে যান মিলিন্দ, কিন্তু শান্ত হন না নেহা। বরং যেভাবে মিলিন্দ তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছে, তাতে বিগবসের সমস্ত প্রতিযোগীর প্রতিবাদ করা উচিত বলেও দাবি করেন তিনি। ‘অ্যাঞ্জাইটি অ্যাটাক’-এর শিকার হন মিলিন্দ। সব মিলিয়ে উত্তেজনা চরমে।
এদিকে নেহা ও প্রতীকের সম্পর্ক নিয়ে চর্চা হলেও তাঁদের এই সম্পর্ককে বন্ধুত্ব ছাড়া অন্য কোনও নাম দিতে নারাজ নেহা। তিনি বিবাহিত। তাঁর কাছে প্রতীক ভাল বন্ধু। বিগবস কিছুদিন ওটিটি প্ল্যাটফর্মে চলার পর তা টেলিকাস্ট হবে টিভিতে। টিভির বিগবস সঞ্চালনার দায়িত্ব থাকবে সলমন খানের উপরেই। ওটিটির বিগবস অবশ্য সঞ্চালনা করছেন করণ জোহর। করণ জোহরে কে বলিপাড়ার ‘গসিপ এজেন্ট’ বলা হয়। তিনি সঞ্চালক, তাই শো’র টিআরপি নিয়ে নির্মাতারা যে আশাবাদী তা বলার অপেক্ষাই রাখে না। এরই মধ্যে এ বারের প্রতিযোগীরাও কেউ কারও থেকে কম নয়। সব মিলিয়ে গোটা সিজনটাই যে উত্তেজনার ওভারডোজ হতে চলেছে, সে নিয়ে আশাবাদী নির্মাতারা।