Bipasha Basu: ক্যামেরা দেখেই অপ্রস্তুত বিপাশা, আর্জি, ‘ওজনটা প্লিজ কমাতে দাও’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 11, 2023 | 8:59 AM

Bipasha Basu: বেশ কিছু মাস আগেই মা হয়েছে বিপাশা বসু। এই মুহূর্তে মেয়ে দেবীকে কেন্দ্র করেই জীবন তাঁর। সিনেমা থেকেও নিয়েছেন ব্রেক। মাতৃত্বকালীন সময়ে ওজন খানিক বেড়ে গিয়েছে তাঁর। সেই কারণে এবার জিমে যাওয়ার পথে ক্যামেরা দেখে খানিক অপ্রস্তুতই হতে দেখা গেল নায়িকাকে। কালো জিম ওয়ার পরে নিজেকে ফিড় রাখতে হাজির হয়েছিলেন বিপাশা।

Bipasha Basu: ক্যামেরা দেখেই অপ্রস্তুত বিপাশা, আর্জি, ওজনটা প্লিজ কমাতে দাও
ক্যামেরা দেখেই অপ্রস্তুত বিপাশা

Follow Us

বেশ কিছু মাস আগেই মা হয়েছে বিপাশা বসু। এই মুহূর্তে মেয়ে দেবীকে কেন্দ্র করেই জীবন তাঁর। সিনেমা থেকেও নিয়েছেন ব্রেক। মাতৃত্বকালীন সময়ে ওজন খানিক বেড়ে গিয়েছে তাঁর। সেই কারণে এবার জিমে যাওয়ার পথে ক্যামেরা দেখে খানিক অপ্রস্তুতই হতে দেখা গেল নায়িকাকে। কালো জিম ওয়ার পরে নিজেকে ফিড় রাখতে হাজির হয়েছিলেন বিপাশা। কিন্তু পাপারাৎজি পৌঁছে যায় সেখানেও। দেখতে পেয়েই মুখ ঢাকেন বিপ্স। এর পরেই যদিও নিজেকে সামলে নিয়ে ছবিওয়ালাদের উদ্দেশে তিনি বলেন, “আরে ভাই, ওজনটা তো কমাতে দিন”।

মা হওয়ার পর থেকেই ওজন বৃদ্ধি পাওয়ার ট্রোলের মুখোমুখি হতে হয়েছে বিপাশাকে। ইনস্টাগ্রামে ছবি আপলোড করলেই এসেছে একের পর এক কটাক্ষ। যদিও বিপাশা দমে যাননি। এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর কাছে মেয়ের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নেই। তাই নিজের খেয়াল কম রেখে মেয়ের দিকেই মনোনিবেশ করেছেন নায়িকা। এ নিয়ে সম্প্রতি মুখও খুলেছিলেন তিনি। বলেছিলেন, “এই মুহূর্ত দেবীই আমার কাছে অগ্রাধিকার পেয়ে থাকে। আমার চোখ খোলা থাকুক অথবা বন্ধ, আমার সব কিছু জুড়ে শুধু দেবীরই আনাগোনা। যে মুহূর্তেই আমি বাইরে যাই, মনটা উচাটন করতে থাকে যে কখন আমি বাড়ি ফিরব, কখন এসে আমার মেয়েটাকে কোলে নেব। যদি তালিকা তৈরি করতে হয়, তবে সেই তালিকায় দেবী রয়েছে একদম প্রথমে, দ্বিতীয় স্থানে রয়েছি আমি নিজে আর তৃতীয় স্থানে রয়েছে আমার স্বামী করণ সিং গ্রোভার।”

 

Next Article