Shehnaaz Gill Hospitalized: খাবার খেয়ে অসুস্থ শেহনাজ, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 10, 2023 | 12:42 PM

Shehnaaz Gill: একাধিক ছবির প্রস্তাব এখন অভিনেত্রীর ঝুলিতে। যদিও সেই সকল ছবির প্রস্তাবে তিনি মোটেও খুশি নন। কারণ একটাই এই ছবির গল্পগুলো অধিকাংশই একই ধাঁচের। শেহনাজ চাইছেন ছকভাঙা কোনও চরিত্র। যেখানে তিনি নিজেরে প্রমাণ করতে পারবেন।

Shehnaaz Gill Hospitalized: খাবার খেয়ে অসুস্থ শেহনাজ, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

Follow Us

ছবি মুক্তির পরের দিনই বিপত্তি। অভিনেত্রী শেহনাজ গিলের ছবি থ্যাঙ্ক ইউ ফর কামিং মুক্তি পাওয়ায় পরের দিনই হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী। সূত্রের খবর ছবির প্রমোশনের চাপের জন্যই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এই সময়ই বাইরের খাবার থেকে পেটে সংক্রমণ হয় শেহনাজের। তারপরই ডাক্তারের পরামর্শে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়া মাত্রই অনিল কাপুর থেকে শুরু করে অর্জুন বিজলানি, রিয়া কাপুর সকলেই দ্রুত আরোগ্য প্রার্থনা করেন। অনিল কাপুর আবার লেখেন, ”নমস্কার মুমতাজ। তুমি মুমতাজের মতো। পরবর্তী মুমতাজ। সবাই দেখছে, প্রশংসা করছে।”

নিজের সোশ্যাল মিডিয়া থেকে লাইভে এসেছিলেন শেহনাজ। তখনই তাঁর পাশে রিয়া কাপুরকে দেখা যায়। নিজের স্বাস্থ্যের খবর নিজেই এদিন ভক্তদের দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ”দেখ সময় সকলেরই আসে। সকলেরই চলে যায়। আমার সঙ্গে এখন ঘটেছে। কয়েকদিন পর আবার হবে। আমি ভাল আছি এখন। তবে আমি ভাল ছিলাম না। আমার সংক্রমণ হয়েছিল। আমি স্যান্ডুইচ খেয়ে ফেলেছিলাম। খাবার থেকে সংক্রমণ হয়েছে আমার।”

এ তো গেলে সেলেবদের প্রসঙ্গ, পাশাপাশি সাধারণ ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় শেহনাজকে এই অবস্থায় দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনাও করলেন। বর্তমানে চলছে শেহনাজের ছবি। একাধিক ছবির প্রস্তাব এখন অভিনেত্রীর ঝুলিতে। যদিও সেই সকল ছবির প্রস্তাবে তিনি মোটেও খুশি নন। কারণ একটাই এই ছবির গল্পগুলো অধিকাংশই একই ধাঁচের। শেহনাজ চাইছেন ছকভাঙা কোনও চরিত্র। যেখানে তিনি নিজেরে প্রমাণ করতে পারবেন। সম্প্রতি এই মর্মে তাঁক মুখ খুলতে দেখা যায়। যেখানে শেহনাজ গিল স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি চান পরিচালকেরা তাঁকে নিয়ে ঝুঁকি নিক।