রাজ-ডিকে। পুরো নাম রাজ নিদিমোরু এবং কৃষ্ণ ডিকে। ওঁরা চিত্রনাট্যকার, পরিচালক এবং একইসঙ্গে প্রযোজক। মনোজ বাজপেয়ী মধ্যবয়সে এসে ওঁদের জন্যই রাতারাতি পেয়ে গিয়েছেন ‘হিরো’ তকমা। সৌজন্যে ‘ফ্যামিলি ম্যান’। বড় পর্দার হ্যান্ডসাম হাঙ্ক শাহিদ কাপুরও রাজি হয়েছেন ওটিটিতে কাজ করতে। হিরোয়িজমের গ্লোরিফিকেশন নয়, হাইরাইজের উপর থেকে অবিশ্বাস্য স্টান্টও নয় শুধুমাত্র কন্টেন্টের জোরেই ওটিটিকে নতুন দিশা দেখিয়েছেন ওই জুটি।
হাতে রয়েছে একগুচ্ছ কাজ। তাঁদের প্রযোজনা সংস্থার তরফে আগামী ৪ জুন মুক্তি পাচ্ছে ফ্যামিলি ম্যান ২। এ ছাড়াও শাহিদ কাপুর এবং বিজয় সেতুপতিকে ওটিটিতে এক ফ্রেমে নিয়ে আসছেন ওঁরাই। টুম্বাদ দেখেছেন? সমালোচক মহলে যে ছবি প্রভূত প্রশংসা কুড়িয়েছিল একটা সময়। সেই ছবির পরিচালক রাহি অনীল বারভেকে আবারও পরিচালনার সুযোগ দিচ্ছেন রাজ-ডিকে। সিরিজের নাম ‘গুলকন্দা’। লিখেছেনও ওঁরাই।
আরও পড়ুন-‘সামিল হোন টেকনিশিয়ানরাও, নিয়মের হাঁসফাঁসে শুটিং বন্ধ রাখলে ইন্ডাস্ট্রিটা যে মরে যাবে…’
তাঁদের প্রযোজনা সংস্থা ডি২আর, আদপে বুটিক স্টুডিয়ো। ভাবছেন, সেটা আবার কী? মাথায় তাবড় আইডিয়া অথচ পকেটে নেই পুঁজি…এমন পরিচালকদের নতুন সুযোগ তৈরি করে দেওয়ার মরিয়া প্রচেষ্টায় তাঁরা। ওই সংস্থা থেকেই মুক্তি পেতে চলেছে তেলুগু ছবি ‘সিনেমা বন্দি’। ডিকের কথায়, “সারাদিন শুধু লিখেই চলি। যদি কোনও সপ্তাহে দুই/তিনটি ছবির স্ক্রিপ্টের কাজ না এগোয় তাহলেই মনে হতে থাকে কী করলাম আমরা?” আর রাজের কথায়, “জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ আর লিখতে চায় না। আর আমরা ওই লেখাকেই যেন অভ্যেস বানিয়ে ফেলেছি।” অ্যামাজন, নেটফ্লিক্স পাল্টে দিয়েছে ছবি দেখার আঙ্গিক। আর সেই আঙ্গিকেই আগুন জ্বালিয়েছেন রাজ-ডিকের মতো মানুষেরা…