সামান্থা আক্কিনেনি। তামিল এবং তেলগু ছবির জন্প্রিয় একজন অভিনেত্রী। কিন্তু এখনও দাপুটে অভিনেত্রী বলিউডে পা রাখতে পারেননি। এক সাক্ষাৎকারে তার কারণও জানিয়েছেন। তিনি বলেন বলিউডে পা রাখতে ভয় পেতেন সামান্থা। বর্তমানে সামান্থা তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ প্রকাশের জন্য বেশ উৎসুক। রাজ ও ডিকে’র ‘দ্য ফ্যামিলি ম্যান-২ সিজনে তিনি প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করছেন। সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। এক সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হয় হিন্দি প্রজেক্টে সাইন করতে কেন এত সময় লাগল? উত্তরে তিনি বলেন “কারণ আমি ভয় পাচ্ছি? (হেসে) এখানকার বিস্ময়কর সব প্রতিভা। আমি ভয় পাই, ”
সামান্থাকে এমন অভিনেতার নামও জিজ্ঞাসা করা হয় যাঁর সঙ্গে রোমান্টিক বলিউড ছবিতে অভিনয় করতে চান, তিনি রণবীর কাপুরকে বেছে নেন।
আরও পড়ুন ইউরোপের তিন দেশে চলবে শাহরুখ-জনের ‘পাঠান’ ছবির শুটিং
২০১০ সালে সামান্থা বড় পর্দায় ‘ইয়ে মায়া চেসাভে’ থবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন, যা পরে হিন্দিতে ‘এক দিওয়ানা থা’ নামে রিমেকও হয়েছিল। সামান্থা ‘ডুকুডু’, ‘ইগা’, ‘আট্টারিনটিকি দারেদি’, ‘কাট্ঠি’, ‘থেরি’ এবং ‘রাঙ্গাসথালাম’-এর মতো বেশ কয়েকটি সফল ছবিতে অভিনয় করেছিলেন।
‘দ্য ফ্যামিলি ম্যান-২ এর ট্রেলারটি সামান্থার স্বামী নাগা চৈতন্য শেয়ার করে টুইটারে লেখেন, “ভাল লাগল!! ১০০ কঙ্গনা রাণাওয়াতও প্রশংসাও করেছিলেন। ‘দ্য ফ্যামিলি ম্যান-২’-এ সামান্থা ছাড়াও অভিনয় করেছেন প্রিয়মণি, শরিব হাশমি, সীমা বিশ্বাস, দর্শন কুমার, শরদ কেলকার, সানি হিন্দুজা এবং শ্রেয়া ধন্বন্তরি। ৪ জুন অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘দ্য ফ্যামিলি ম্যান-২।
সামান্থা আক্কিনেনি। তামিল এবং তেলগু ছবির জন্প্রিয় একজন অভিনেত্রী। কিন্তু এখনও দাপুটে অভিনেত্রী বলিউডে পা রাখতে পারেননি। এক সাক্ষাৎকারে তার কারণও জানিয়েছেন। তিনি বলেন বলিউডে পা রাখতে ভয় পেতেন সামান্থা। বর্তমানে সামান্থা তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ প্রকাশের জন্য বেশ উৎসুক। রাজ ও ডিকে’র ‘দ্য ফ্যামিলি ম্যান-২ সিজনে তিনি প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করছেন। সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। এক সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হয় হিন্দি প্রজেক্টে সাইন করতে কেন এত সময় লাগল? উত্তরে তিনি বলেন “কারণ আমি ভয় পাচ্ছি? (হেসে) এখানকার বিস্ময়কর সব প্রতিভা। আমি ভয় পাই, ”
সামান্থাকে এমন অভিনেতার নামও জিজ্ঞাসা করা হয় যাঁর সঙ্গে রোমান্টিক বলিউড ছবিতে অভিনয় করতে চান, তিনি রণবীর কাপুরকে বেছে নেন।
আরও পড়ুন ইউরোপের তিন দেশে চলবে শাহরুখ-জনের ‘পাঠান’ ছবির শুটিং
২০১০ সালে সামান্থা বড় পর্দায় ‘ইয়ে মায়া চেসাভে’ থবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন, যা পরে হিন্দিতে ‘এক দিওয়ানা থা’ নামে রিমেকও হয়েছিল। সামান্থা ‘ডুকুডু’, ‘ইগা’, ‘আট্টারিনটিকি দারেদি’, ‘কাট্ঠি’, ‘থেরি’ এবং ‘রাঙ্গাসথালাম’-এর মতো বেশ কয়েকটি সফল ছবিতে অভিনয় করেছিলেন।
‘দ্য ফ্যামিলি ম্যান-২ এর ট্রেলারটি সামান্থার স্বামী নাগা চৈতন্য শেয়ার করে টুইটারে লেখেন, “ভাল লাগল!! ১০০ কঙ্গনা রাণাওয়াতও প্রশংসাও করেছিলেন। ‘দ্য ফ্যামিলি ম্যান-২’-এ সামান্থা ছাড়াও অভিনয় করেছেন প্রিয়মণি, শরিব হাশমি, সীমা বিশ্বাস, দর্শন কুমার, শরদ কেলকার, সানি হিন্দুজা এবং শ্রেয়া ধন্বন্তরি। ৪ জুন অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘দ্য ফ্যামিলি ম্যান-২।