AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ফ্রেন্ডস’, ‘গেম অব থ্রোনস’কেও পিছনে ফেলে এগিয়ে গেল ‘ফ্যামিলি ম্যান’

প্রথম এবং দ্বিতীয় সিজনের হিট মেশিনের পর আসতে চলেছে তৃতীয় সিজনও। তবে আকাশছোঁয়া সাফল্যের পর নাকি সিরিজের প্রধান অভিনেতা মনোজ বাজপেয়ী ওই সিরিজের তৃতীয় সিজনের জন্য পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন প্রায় দ্বিগুণ।

'ফ্রেন্ডস', 'গেম অব থ্রোনস'কেও পিছনে ফেলে এগিয়ে গেল 'ফ্যামিলি ম্যান'
‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন মনোজ বাজপেয়ী।
| Edited By: | Updated on: Jun 21, 2021 | 5:13 PM
Share

 

সদ্য মুক্তি পেয়েছে ফ্যামিলি ম্যান ২। রাজ এবং ডিকের পরিচালনায়, মনোজ-সামান্থার অভিনয়ে বুঁদ দর্শকমহল। এরই মধ্যে এই ওয়েব সিরিজ নিয়ে খুশির খবর শোনালেন মনোজ বাজপেয়ী। জানালেন, ফ্যামিলের ম্যানের মুকুটে যোগ হয়েছে নতুন পালক।

স্ক্রিনশট শেয়ার করে মনোজ জানিয়েছেন আইএমডিবির সবচেয়ে জনপ্রিয় শো’র তালিকায় ফ্যামিলি ম্যান জায়গা করে নিয়েছে চতুর্থ স্থানে। দ্বিতীয় সিজন নয় ফ্যামিলি ম্যানের প্রথম সিজনটি অধিকার করেছে গোটা বিশ্বের ‘মোস্ট পপুলার শো’র চার নম্বর জায়গা। আইএমডিবি’র নিরিখে ওই শো’র রেটিং ৮.৮। অন্যদিকে ওই তালিকায় প্রথম স্থানে ২০২১ সালে মুক্তি প্রাপ্ত লোকি।

দ্বিতীয় স্থানে রয়েছে সুইট টুথ। দৌড়ে জনপ্রিয় শো ‘ফ্রেন্ডস’ , ‘গেম অব থ্রোনস’কেও পিছনে ফেলে এগিয়ে গেল ফ্যামিলি ম্যানের গল্প।

অন্যদিকে প্রথম এবং দ্বিতীয় সিজনের হিট মেশিনের পর আসতে চলেছে তৃতীয় সিজনও। তবে আকাশছোঁয়া সাফল্যের পর নাকি সিরিজের প্রধান অভিনেতা মনোজ বাজপেয়ী ওই সিরিজের তৃতীয় সিজনের জন্য পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন প্রায় দ্বিগুণ।সূত্র বলছে, তৃতীয় সিজনের প্রতিটি পর্বের জন্য নাকি মনোজ চেয়েছেন ২.২৫ কোটি থেকে আড়াই কোটি টাকা। তৃতীয় সিজনে থাকতে পারে ৯টি পর্ব। সুতরাং সব মিলিয়ে তাঁর পারিশ্রমিক দাঁড়াবে কুড়ি কোটিরও উপরে। অথচ সিজন ২-এর সব মিলিয়ে মনোজ নিয়েছিলেন দশ কোটির কাছাকাছি। সূত্র আরও বলছে মনোজ নাকি মনে করেছেন যেহেতু ফ্যামিলি ম্যানের বেশ ভালই ব্যবসা করেছে তাই এই অবস্থায় তাঁর প্রাপ্য বাকি দুই সিরিজের থেকে একটু বেশিই হওয়া উচিত।

 

আরও পড়ুন, একজন বিবাহিত পুরুষের ঘর ভাঙার প্রয়োজন নেই আমার: শ্রীময়ী

 

View this post on Instagram

 

A post shared by Raj & DK (@rajanddk)