‘তুফান’ বইবে পরের মাসেই! ‘ফারহান’ ঝড়ে উপচে পড়বে অ্যামাজন প্রাইমে

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 16, 2021 | 6:51 PM

‘তুফান’ একজন বক্সারের জীবন নিয়ে তৈরি ছবি। মুখ্য ভূমিকায় ফারহান আখতার। ছবিটি পরিচালনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহেরা। এর আগে দু’জনে মিলে ‘ভাগ মিলখা ভাগ’ করেছিলেন।

তুফান বইবে পরের মাসেই! ফারহান ঝড়ে উপচে পড়বে অ্যামাজন প্রাইমে
ফারহান।

Follow Us

ফারহান অভিনীত ‘তুফান’ প্রথম থেকেই ঠিক ছিল রিলিজ হবে ওটিটিতে। অতিমারির এ সময়ে দর্শক এখন আর সে ভাবে হলমুখী হচ্ছেন না। সে কথা ভেবেই প্রযোজনা সংস্থা ঠিক করেছিল গত ২১ মে অ্যামাজন প্রাইমে প্রিমিয়ার হবে ‘তুফান’-এর। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ সব যেন ওলোট-পালোট করে দিল। এ মতো অবস্থায় ওটিটিতেও ‘তুফান’ রিলিজের সিদ্ধান্ত পিছিয়ে দেয় প্রযোজনা সংস্থা। ছবির অভিনেতা এবং অন্যতম প্রযোজক ফারহান আখতার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই মুহূর্তে যা পরিস্থিতি তাঁদের কর্মীদের ভাল থাকাটা সব থেকে বেশি জরুরি। তাঁরা এখন ছবি নিয়ে নয়, অতিমারি নিয়ে বেশি চিন্তিত। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তবেই  ছবি রিলিজের সিদ্ধান্ত নেবেন।

 

 

তবে, এখন পরিস্থিতি খানিক বদলেছে, কোভিডের সংক্রমণ হ্রাস পাওয়ার পর মহারাষ্ট্র সরকারকে আনলকের প্রক্রিয়া অনুসরণ করেছে। এবং এসব দেখেশুনে প্রযোজনা সংস্থা সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৬ জুলাই অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হবে ‘তুফান’। নতুন পোস্টার রিলিজ করে ফারহান সে কথা জানান। ক্যাপশনে লেখেন, ‘“নম্রতা, ভালবাসা এবং আমাদের দেশের সুন্দর মানুষের লড়াইয়ের চেতনার প্রতি উৎসর্গ করে আমাদের ফিল্ম ‘তুফান ’ ১৬ জুলাই মুক্তি পাবে।’

‘তুফান’ একজন বক্সারের জীবন নিয়ে তৈরি ছবি। মুখ্য ভূমিকায় ফারহান আখতার। ছবিটি পরিচালনা করেছেন রাকেশ ওমপ্রাকাশ মেহেরা। এর আগে দু’জনে মিলে ‘ভাগ মিলখা ভাগ’ করেছিলেন। ছবিতে ফারহান ছাড়াও ম্রুনাল ঠাকুর, পরেশ রাওয়াল এবং আরও অনেকে অভিনয় করেছেন।

 

আরও পড়ুন ‘মিঠুনদা’র জন্মদিন! তাঁর জীবনের ৭ গল্প যা জানার পর অবাক হবেন আপনিও

Next Article