Bigg Boss: দীর্ঘদিন সিঙ্গল থাকার জন্যই রাকেশের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, দাবি শমিতা শেট্টির

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 30, 2021 | 1:03 PM

তবে সে সব এখন অতীত। কিছুদিনের টিভির বিগবসে অংশ নিতে চলেছেন শমিতা। অন্যদিকে রাকেশ অফার পেলেও বিগবস ১৫-তে অংশগ্রহণ নিয়ে তিনি এখনও সন্দিহান। আপাতত ভালবাসায় শিক্ত হচ্ছেন ওঁরা দুজন।

Bigg Boss: দীর্ঘদিন সিঙ্গল থাকার জন্যই রাকেশের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, দাবি শমিতা শেট্টির
রাকেশ-শমিতা।

Follow Us

এই মুহূর্তে বলি পাড়ায় চর্চার কেন্দ্রে শমিতা শেট্টি ও রাকেশ বাপাটের ‘প্রেম’। যদিও সম্পর্ককে এখনই প্রেমের তকমা দিতে নারাজ দুজনেই, তবু ফাঁক পেলেই হাতে হাত ধরে ডিনার অথবা প্রকাশ্যেই একে অপরকে আলিঙ্গন বুঝিয়ে দিচ্ছে তাঁদের জীবনে আগমন ঘটেছে বসন্তের। বিগবস ওটিটি থেকেই আলাপ দুজনের… সেখান থেকেই কাছে আসা। তবে ওই শো’তেই বেশ কিছু পর্বে দেখা গিয়েছে, রাকেশের সঙ্গে বেশ খারাপ ব্যবহার করেছেন শমিতা। কখনও তা অতিক্রম করেছে শালীনতার সীমাও। যাকে ভালবাসেন, তাঁর সঙ্গেই এ হেন আচরণের কারণ কী? শমিতার দাবি, দীর্ঘদিন তাঁর সিঙ্গলহুডই এর পেছনে দায়ী।

তিনি মেনে নিয়েছেন, বিগবসের বাড়িতে রাকেশের সঙ্গে তাঁর আরও ভাল ব্যবহার করা উচিত ছিল, যা তিনি করেননি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শমিতা বলেছেন, “এমন অনেক মুহূর্ত রয়েছে যখন রাকেশের সঙ্গে আমি ভাল করে কথা বলিনি। অনেক মানুষ, এমনকি আমার পরিবারেরও অনেকেই সে কথা আমায় পরে বলেছে। তবে আমার মনে হয় এর পিছনে কাজ করেছে আমার ডিফেন্স মেকানিজম।” তা কী, সেও খোলসা করেছেন শমিতা। তিনি আরও যোগ করেন, “একটা দীর্ঘ সময় ধরে আমি সিঙ্গল ছিলাম। আমি নিজেই নিজের কেয়ার করতাম, নিজের খেয়াল রাখতাম, নিজের দেখাশোনা করতাম। ওই বাড়িতে মাঝে মধ্যেই আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হত। যা বলার সোজাসুজি বলতাম, আর সেই কারণেই বোধহয় এমনটা হত। তাই নিজেকে রক্ষা করার তাগিদে রাকেশের সঙ্গেও আমি বেশ কয়েকবার বাজে ব্যবহার করে ফেলেছি।” রাকেশকে মেরুদণ্ডহীন বলেও আক্রমণ করেছিলেন শমিতা।


তবে সে সব এখন অতীত। কিছুদিনের টিভির বিগবসে অংশ নিতে চলেছেন শমিতা। অন্যদিকে রাকেশ অফার পেলেও বিগবস ১৫-তে অংশগ্রহণ নিয়ে তিনি এখনও সন্দিহান। আপাতত ভালবাসায় শিক্ত হচ্ছেন ওঁরা দুজন।

দিন কয়েক আগেই তাঁদের সম্পর্ক নিয়ে প্রাক্তন স্ত্রী ঋদ্ধি ডোগরার প্রতিক্রিয়া নিয়ে মুখ খুলেছিলেন রাকেশ। তিনি জানিয়েছিলেন ঋদ্ধি খুশি। বলেছিলেন, “আমি যদি কারও সঙ্গে সম্পর্কে জড়াই ঋদ্ধি খুব খুশি হবে। আমার ক্ষেত্রেও তাই। ও যদি কাউকে খুঁজে পায়, আমিও খুবই খুশি হব। কারণ, দিনের শেষে ঋদ্ধি ও আমি দুই আলাদা ব্যক্তি। আমরা দুজনেই দুই প্রাপ্তবয়স্ক মানুষ। এ যাবৎ যা সিদ্ধান্ত নিয়েছি নিজেরা সব দিক বিবেচনা করেই নিয়েছি।” রাকেশ আরও জানিয়েছিলেন, তাঁর ও ঋদ্ধির বর্তমান সম্পর্ক একেবারেই তিক্ত নয়। এখনও শ্রদ্ধা রয়েছে উভয় তরফেই। বিগবসে যাওয়ার আগে তিনি ঋদ্ধিকে ফোন করেছিলেন। এমনকি বিগবস থেকে ফিরেও তাঁর কথা হয়েছে ঋদ্ধির সঙ্গে। কী বলেছেন ঋদ্ধি? রাকেশ বলেন, “সব ঠিকই আছে। আমার বিগবস জার্নি বেশ পছন্দ করেছে ও। বলেছে, আমি খুব ভাল খেলেছি।”

আরও পড়ুন-The Kapil Sharma Show: সিধুর জন্য নিজের জায়গা ছেড়ে দিতে রাজি অর্চনা!