Sardar Udham Trailer: ‘মুখের কাটা দাগ মিথ্যে নয়, ১৩টি সেলাই পড়েছিল’, বললেন ভিকি কৌশল

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 30, 2021 | 9:54 PM

এ দিন ট্রেলার লঞ্চে ভিকি বলেন, "আমার মুখে ১৩টা সেলাই পড়েছিল। যে দাগ আপনারা দেখেছেন তা সত্যি।" সর্দার উধাম ছবিতে সেই দাগই হয়ে উঠেছে ভিকির ইউএসপি। চরিত্রের সঙ্গে খাপ খেয়েছে আরও ভাল ভাবে। 

Follow Us

১৯১৯ সালের ১৩ এপ্রিল। ঘটে গিয়েছিল এক পাশবিক ঘটনা। পঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে নিরীহ নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করেছিল ইংরেজ সেনানায়ক ডায়ার… চুপিসারে…সকলের অলক্ষ্যে। প্রায় ২১ বছর পর সেই হত্যাকাণ্ডেরই প্রতিশোধ নিয়েছিলেন এক ভারতীয় তরুণ তুর্কী। তিনি উধম সিং। সেই উধম সিংয়ের কাহিনী এবার পর্দায়। নাম ভূমিকায় ভিকি কৌশল।

বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলার। তাতে ভিকির অভিনয়ের পাশাপাশি নজর কেড়েছে আরও এক জিনিস। তা হল অভিনেতার গালে এক কাটা দাগ। প্রস্থেটিক মেকআপ? না, ভিকি জানালেন এ একেবারে খাঁটি। এক শুটিংয়ের সময় গুরুতর আহত হন তিনি। আর সে সময়েই গালে ১৩টা সেলাই পড়ে তাঁর।

এ দিন ট্রেলার লঞ্চে ভিকি বলেন, “আমার মুখে ১৩টা সেলাই পড়েছিল। যে দাগ আপনারা দেখেছেন তা সত্যি।” সর্দার উধাম ছবিতে সেই দাগই হয়ে উঠেছে ভিকির ইউএসপি। চরিত্রের সঙ্গে খাপ খেয়েছে আরও ভাল ভাবে।

২০১৯ সালে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন ভিকি শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। তাঁর মুখে সেলাই পড়েছে। সে সময় ‘ভূত- দ্য হন্টেড শিপ’-এর শুট করছিলেন তিনি। সম্ভবত, ওই ছবির শুট করতে গিয়েই আহত হন ভিকি। যদিও ভিকি এ বিষয়ে কিছু জানাননি।
ট্রেলারে ভিকি অপ্রতিরোধ্য। মুখে চোখে প্রতিশোধের আগুন, শারীরিক ভঙ্গিমায় শেষ দেখে ছাড়ার প্রচ্ছন্ন হুমকি– ইতিমধ্যেই তাঁর প্রশংসায় নেটিজেন। উধম সিং হত্যা করেছিলেন ডায়ারকে। বিচারে তাঁর ফাঁসি ও হয়। সেই কাহিনীই নিয়ে আসতে চলেছেন ভিকি কৌশল।

বড় পর্দায় নয় ওই ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। পরিচালনায় বাঙালি পরিচালক সুজিত সরকার। ওই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৬ অক্টোবর।

১৯১৯ সালের ১৩ এপ্রিল। ঘটে গিয়েছিল এক পাশবিক ঘটনা। পঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে নিরীহ নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করেছিল ইংরেজ সেনানায়ক ডায়ার… চুপিসারে…সকলের অলক্ষ্যে। প্রায় ২১ বছর পর সেই হত্যাকাণ্ডেরই প্রতিশোধ নিয়েছিলেন এক ভারতীয় তরুণ তুর্কী। তিনি উধম সিং। সেই উধম সিংয়ের কাহিনী এবার পর্দায়। নাম ভূমিকায় ভিকি কৌশল।

বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলার। তাতে ভিকির অভিনয়ের পাশাপাশি নজর কেড়েছে আরও এক জিনিস। তা হল অভিনেতার গালে এক কাটা দাগ। প্রস্থেটিক মেকআপ? না, ভিকি জানালেন এ একেবারে খাঁটি। এক শুটিংয়ের সময় গুরুতর আহত হন তিনি। আর সে সময়েই গালে ১৩টা সেলাই পড়ে তাঁর।

এ দিন ট্রেলার লঞ্চে ভিকি বলেন, “আমার মুখে ১৩টা সেলাই পড়েছিল। যে দাগ আপনারা দেখেছেন তা সত্যি।” সর্দার উধাম ছবিতে সেই দাগই হয়ে উঠেছে ভিকির ইউএসপি। চরিত্রের সঙ্গে খাপ খেয়েছে আরও ভাল ভাবে।

২০১৯ সালে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন ভিকি শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। তাঁর মুখে সেলাই পড়েছে। সে সময় ‘ভূত- দ্য হন্টেড শিপ’-এর শুট করছিলেন তিনি। সম্ভবত, ওই ছবির শুট করতে গিয়েই আহত হন ভিকি। যদিও ভিকি এ বিষয়ে কিছু জানাননি।
ট্রেলারে ভিকি অপ্রতিরোধ্য। মুখে চোখে প্রতিশোধের আগুন, শারীরিক ভঙ্গিমায় শেষ দেখে ছাড়ার প্রচ্ছন্ন হুমকি– ইতিমধ্যেই তাঁর প্রশংসায় নেটিজেন। উধম সিং হত্যা করেছিলেন ডায়ারকে। বিচারে তাঁর ফাঁসি ও হয়। সেই কাহিনীই নিয়ে আসতে চলেছেন ভিকি কৌশল।

বড় পর্দায় নয় ওই ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। পরিচালনায় বাঙালি পরিচালক সুজিত সরকার। ওই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৬ অক্টোবর।

Next Article
Bigg Boss: দীর্ঘদিন সিঙ্গল থাকার জন্যই রাকেশের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, দাবি শমিতা শেট্টির
Suniel Shetty: ৬০ বছর বয়সে ওয়েব ডেবিউ করছেন সুনীল শেট্টি