Gangubai Kathiawadi: অবশেষে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, কবে-কোথায় দেখা যাবে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 26, 2022 | 8:15 PM

Gangubai Kathiawadi: লেখক হুসেন জাইদির উপর নির্ভর করে তৈরি হয়েছিল ছবিটি। ছবিতে তুলে ধরা হয়েছে ১৯৬০ সালে মুম্বইয়ের প্রেক্ষাপট। কাথিয়াওয়াড়ির যৌনপল্লী থেকে গাঙ্গুর 'মাফিয়া কুইন অব মুম্বই' উঠে আসার গল্পই দেখানো হয়েছে ছবিটিতে।

Follow Us

কাজের চাপের কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও দেখা হয়নি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’? মিস করে গিয়েছেন আলিয়ার চোখ ধাঁধানো পারফরম্যান্স? আপনার জন্য সুখবর। এবার ওটিটিতে দেখা যাবে সঞ্জয় লীলা বনশালীর ওই ছবি। কোন স্ক্রিমিং প্ল্যাটফর্মে কবে থেকে দেখা যাবে? আপনাকে জানিয়ে দিই আর অপেক্ষা নয়, এসে গিয়েছে ছবিটি। দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। তাহলে আর দেরি না করে গাঙ্গুবাঈয়ের জীবনকাহিনী চাক্ষুষ করে নিতেই পারেন একান্ত অবসরে।

লেখক হুসেন জাইদির উপর নির্ভর করে তৈরি হয়েছিল ছবিটি। ছবিতে তুলে ধরা হয়েছে ১৯৬০ সালে মুম্বইয়ের প্রেক্ষাপট। কাথিয়াওয়াড়ির যৌনপল্লী থেকে গাঙ্গুর ‘মাফিয়া কুইন অব মুম্বই’ উঠে আসার গল্পই দেখানো হয়েছে ছবিটিতে। ইউএসপি ছিল আলিয়ার তুখোড় অভিনয়। ছবিটি নিয়ে এর আগে টিভিনাইন বাংলার কাছে এক্সক্লুসিভলি মুখ খুলেছিলেন হুসেন জাইদি। তিনি বলেছিলেন, “আসলে সঞ্জয় যখন ছবিটি তৈরি করছিলেন, আমার মনে সন্দেহ ছিল। মনে প্রশ্ন জেগেছিল, ভাল হবে তো ছবিটা? আমি দেখেছি, বই থেকে ছবি তৈরি হলে, সেই গল্প অনেকটাই পাল্টে যায়। বার বার মনে হয়েছিল, গাঙ্গুবাইতে সঞ্জয় কতখানি আমার লেখনী রাখবেন! কিন্তু ছবি দেখার পর আমার চোখে জল এসে গিয়েছিল। গাঙ্গুবাইকে সঞ্জয় প্রতারিত নারী হিসেবে দেখাননি, তাঁকে দেখিয়েছেন বিজতা হিসেবেই।”

ছবিটি পছন্দ করেছিলেন সব মহলই। এবার ছবি চলে এসেছে ওটিটিতেও। আলিয়ার ভক্তদের উৎসাহের অন্ত নেই। সদ্য বিয়ে সেরেছেন আলিয়া। কিছু দিন ব্রেকের পর আবারও ফিরে গিয়েছেন শুটে। রণবীর কাপুরের সঙ্গে তাঁর ছবি ব্রহ্মাস্ত্র মুক্তি পাবে সেপ্টেম্বরে। কিন্তু গাঙ্গু-রেশ এখনও ফিকে হয়নি। সিনেমা হলে দেখা হয়ে গেলে থাকলেও আরও একবার ওটিটিতে ঝালিয়ে নেবেন নাকি গাঙ্গুর রাজত্ব? পসরা সাজানোই আছে, ইচ্ছে আপনার।

 

আরও পড়ুন- Arijit Singh Controversy: ‘বদলা’ নিতে কেড়েছিলেন ‘মুখের ভাত’, অরিজিতের কেরিয়ার ধ্বংসে মরিয়া হয়ে ওঠেন সলমন!

কাজের চাপের কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও দেখা হয়নি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’? মিস করে গিয়েছেন আলিয়ার চোখ ধাঁধানো পারফরম্যান্স? আপনার জন্য সুখবর। এবার ওটিটিতে দেখা যাবে সঞ্জয় লীলা বনশালীর ওই ছবি। কোন স্ক্রিমিং প্ল্যাটফর্মে কবে থেকে দেখা যাবে? আপনাকে জানিয়ে দিই আর অপেক্ষা নয়, এসে গিয়েছে ছবিটি। দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। তাহলে আর দেরি না করে গাঙ্গুবাঈয়ের জীবনকাহিনী চাক্ষুষ করে নিতেই পারেন একান্ত অবসরে।

লেখক হুসেন জাইদির উপর নির্ভর করে তৈরি হয়েছিল ছবিটি। ছবিতে তুলে ধরা হয়েছে ১৯৬০ সালে মুম্বইয়ের প্রেক্ষাপট। কাথিয়াওয়াড়ির যৌনপল্লী থেকে গাঙ্গুর ‘মাফিয়া কুইন অব মুম্বই’ উঠে আসার গল্পই দেখানো হয়েছে ছবিটিতে। ইউএসপি ছিল আলিয়ার তুখোড় অভিনয়। ছবিটি নিয়ে এর আগে টিভিনাইন বাংলার কাছে এক্সক্লুসিভলি মুখ খুলেছিলেন হুসেন জাইদি। তিনি বলেছিলেন, “আসলে সঞ্জয় যখন ছবিটি তৈরি করছিলেন, আমার মনে সন্দেহ ছিল। মনে প্রশ্ন জেগেছিল, ভাল হবে তো ছবিটা? আমি দেখেছি, বই থেকে ছবি তৈরি হলে, সেই গল্প অনেকটাই পাল্টে যায়। বার বার মনে হয়েছিল, গাঙ্গুবাইতে সঞ্জয় কতখানি আমার লেখনী রাখবেন! কিন্তু ছবি দেখার পর আমার চোখে জল এসে গিয়েছিল। গাঙ্গুবাইকে সঞ্জয় প্রতারিত নারী হিসেবে দেখাননি, তাঁকে দেখিয়েছেন বিজতা হিসেবেই।”

ছবিটি পছন্দ করেছিলেন সব মহলই। এবার ছবি চলে এসেছে ওটিটিতেও। আলিয়ার ভক্তদের উৎসাহের অন্ত নেই। সদ্য বিয়ে সেরেছেন আলিয়া। কিছু দিন ব্রেকের পর আবারও ফিরে গিয়েছেন শুটে। রণবীর কাপুরের সঙ্গে তাঁর ছবি ব্রহ্মাস্ত্র মুক্তি পাবে সেপ্টেম্বরে। কিন্তু গাঙ্গু-রেশ এখনও ফিকে হয়নি। সিনেমা হলে দেখা হয়ে গেলে থাকলেও আরও একবার ওটিটিতে ঝালিয়ে নেবেন নাকি গাঙ্গুর রাজত্ব? পসরা সাজানোই আছে, ইচ্ছে আপনার।

 

আরও পড়ুন- Arijit Singh Controversy: ‘বদলা’ নিতে কেড়েছিলেন ‘মুখের ভাত’, অরিজিতের কেরিয়ার ধ্বংসে মরিয়া হয়ে ওঠেন সলমন!

Next Article