Gehraiyaan: স্ক্রিপ্ট পছন্দ হওয়ার পরেও কেন ‘হ্যাঁ’ বলতে সময় নিয়েছিলেন দীপিকা?
সম্পর্কের এক টানাপড়েনের ছবি। বোনের প্রেমিকের প্রেমে পড়েন দীপিকা। গেহরাইয়াঁর বাংলা অর্থ গভীর। ট্রেলার বলছে প্রেমের অতলতাই যেন এই ছবির ইউএসপি হতে চলেছে।
লাগামছাড়া ঘনিষ্ঠতা, ইমোশনের ওভারডোজ, মারকাটারি সংলাপ– অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডের ছবি গেহরাইয়াঁ মুক্তির পর এই কথাগুলিই বলছে নেটিজেন। ছবিটি শোনা মাত্রই চিত্রনাট্য পছন্দ হয়ে গিয়েছিল দীপিকা পাড়ুকোনের,। তবু কেন ‘হ্যাঁ’ বলতে সময় নিয়েছিলেন তিনি? ফাঁস করলেন, ছবিটির অন্যতম প্রযোজক করণ জোহর। পারিশ্রমিকের সমস্যা? না, নেপথ্যে রয়েছে অন্য কারণ।
ছবির পরিচালক শকুন বাত্রা। করণ জানাচ্ছেন, “শকুন লন্ডনে উড়ে গিয়ে দীপিকাকে স্ক্রিপ্ট পড়ে শুনিয়েছিল। কিন্তু দু’দিন দীপিকার তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। শকুন একটু চিন্তাতেই ছিল। এরপর আমি নিজে দীপিকাকে ফোন করি। দীপিকা আমাকে বলে, স্ক্রিপ্ট পড়ে ও এতটাই মুগ্ধ হয়ে গিয়েছে যে কী হচ্ছে তা বুঝে উঠতেই সময় লাগছিল ওর।”
কিছু দিন আগে পর্যন্তও ওই ছবির নাম ছিল ‘শকুন বাত্রার ছবি’। ছবির টাইটেল যে কী হওয়া উচিত তা নিয়ে রীতিমতো চিন্তায় ছিলেন নির্মাতারা। সে কথাও করণও জানিয়েছেন। তাঁর কথায়, “মাত্র দেড় মাস আগে ওই ছবির নাম গেহরাইয়াঁ রাখা হয়েছে। আমি বেশ কয়েকটা নামের প্রস্তাব দিয়েছিলাম। অনন্যা, দীপিকা ও সিদ্ধান্ত সেই সব ক’টিকেই বাতিল করে দেয়।”
সম্পর্কের এক টানাপড়েনের ছবি। বোনের প্রেমিকের প্রেমে পড়েন দীপিকা। গেহরাইয়াঁর বাংলা অর্থ গভীর। ট্রেলার বলছে প্রেমের অতলতাই যেন এই ছবির ইউএসপি হতে চলেছে। ট্রেলারে কালার কারেকশন নজরকাড়া। ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। মুক্তির তারিখ আগামী ১১ ফেব্রুয়ারি।
আরও পড়ুন- Nick-Priyanka: সারোগেসির মাধ্যমে ভূমিষ্ঠ হল সন্তান, বাবা-মা হলেন নিক-প্রিয়াঙ্কা
আরও পড়ুন- Dhanush-Aishwaryaa: নিয়তি! বিচ্ছেদ হলেও একই ছাদের তলায় থাকতে হচ্ছে ধনুশ-ঐশ্বর্যাকে