হিনা খান। নিজেও তিনি ‘কাশ্মীর কি কলি’। এ বার পর্দাতেও কাশ্মীরি কন্যা হয়ে আসছেন হিনা। তবে কাশ্মীরের নৈসর্গিক দৃশ্য নয়, মনোরম ডাল লেক নয়, ভারত-পাক যুদ্ধ, দুই দেশের দুই বোনের আলাদা হওয়ার গল্পই নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্মে। ছবির নাম ‘লাইনস’ অর্থাৎ রেখা। ভারত-পাকিস্তানের মাঝে যে রেখা টানা হয়েছে সেই রেখা নিয়েই গল্প। রয়েছে কার্গিল যুদ্ধের প্রসঙ্গও।
ছবির ট্রেলার বলছে, কাশ্মীরি হিনা তাঁর এবং তাঁর ঠাকুমার বোনের দেখা করানোর জন্য মরিয়া। দু’জন থাকেন দুই আলাদা দেশে। মাঝখানে সুবিস্তৃত কাঁটাতার। যে মুহূর্তে দুই বোনকে প্রায় কাছে নিয়ে আসেন হিনা সেই মুহূর্তেই বিপর্যয়। শুরু হয় ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ। ট্রেলারে হিনাকে বলতে শোনা যায়, “এমন একটা সকাল দেখতে চাই যে সকালে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও কাঁটাতার থাকবে না আর।”
আগামী ২৯ জুলাই ছবিটি মুক্তি পাবে ভুট সিলেক্টে। ছবিটিতে হিনা ছাড়াও অভিনয় করেছেন ফরিদা জালাল এবং ঋষি ভুটানি। ছবিটির পরিচালনা করেছেন হুসেন খান। চিত্রনাট্য লিখেছেন কুনওয়ার শক্তি সিং এবং রাহাত কাজমি।
আরও পড়ুন-আট বছর পূর্ণ করল শুভশ্রীর প্রথম সন্তান, দেখুন ভিডিয়ো