Ileana D’Cruz: মা হতে চলেছেন ইলিয়ানা, নেটিজেনদের প্রশ্ন একটাই, ‘সন্তানের বাবা কে?’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 18, 2023 | 10:57 AM

Ileana D'Cruz: মঙ্গলবার সকালেই খুশির খবর শেয়ার করেছেন অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ। জানিয়েছেন মা হতে চলেছেন তিনি।

Ileana DCruz: মা হতে চলেছেন ইলিয়ানা, নেটিজেনদের প্রশ্ন একটাই, সন্তানের বাবা কে?
ইলিয়ানা ডি'ক্রুজ।

Follow Us

 

মঙ্গলবার সকালেই খুশির খবর শেয়ার করেছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। জানিয়েছেন মা হতে চলেছেন তিনি। শেয়ার করেছেন ‘মাম্মা’ লেখা এক লকেট। সদ্যোজাতর এক পোশাকও। ক্যাপশনে তিনি লেখেন, “শীঘ্রই আসছে সে। তোমায় দেখার অপেক্ষায় রয়েছি, সোনা।” এরপরেই সোশ্যাল মিডিয়ায় কার্যত তুলোধনা করা হচ্ছে নায়িকাকে। কারণ, ইলিয়ানা অবিবাহিত। আর সেই কারণেই তাঁকে পড়তে হচ্ছে নীতিপুলিশির মুখে।

অনেকেই আবার মনে করছেন বাবা বুঝি ক্যাটরিনা কাইফের দাদা সিবাস্টিয়ান লরেন্ট মিশেল। বিগত বেশ কিছু সময় ধরে তাঁর সঙ্গেই নাম জুড়েছে ইলিয়ানার। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে অফিসিয়ালি কেউই মুখ খোলেননি। এর আগে অজি ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। যদিও প্রায় বছর তিনেক গাএ তাঁদের বিচ্ছেদ হয়ে যায় বলেই খবর। উল্লেখ্য ইলিয়ানার মা হওয়ার খবর রটতে শুধুই যে সমালোচনা হয়েছে এমনটা কিন্তু নয়। অনেকেই দাঁড়িয়েছেন তাঁর পাশে। লিখেছেন, “একজন প্রাপ্ত বয়স্ক মানুষ কখন মা হবেন, ব্যক্তিগত জীবনে কী করবেন, তা একান্ত তাঁর ব্যক্তিগত বিষয়। আমরা কিছু বলার কে?” ইলিয়ানা কিন্তু কোথাও বেবিবাম্পের ছবি শেয়ার করেননি। তাই তিনি সন্তান দত্তক নিতে চলেছেনও মনে করছেন কেউ কেউ।

 


একসময় দক্ষিণে রাজত্ব ছিল ইলিয়ানার। বলিউডেও ভালই কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তবে সম্প্রতি শোনা যায়, দক্ষিণী ছবি থেকে নাকি ব্যান করা হয়েছে তাঁকে। পাপারাৎজি থেকে নিজেকে দূরেই সরিত্যে রাখতে পছন্দ করেন তিনি। আপাতত তাঁর নতুন মিউজিক ভিডিয়োর প্রচারে তিনি ব্যস্ত। এই বছর জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ইলিয়ানা। যদিও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন নায়িকা। প্রসঙ্গত, ইলিয়ানা তাঁর সন্তান আসার খবর শেয়ার করতেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মা-ও। জানিয়েছেন নাতি-নাতনিকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না তিনি। এক ক্যাথলিক পরিবারে জন্ম হয় ইলিয়ানার। তাঁর মা মুসলিম। গোয়াতে তাঁর বেড়ে ওঠা। আপাতত নতুন সদস্যের অপেক্ষায় নায়িকা।

 

 

Next Article