Ranbir Kapoor: আলিয়ার সঙ্গে বিয়ে নয়, কেবল হুকআপ চেয়েছিলেন রণবীর; বিবাহ করতে চেয়েছিলেন কাউকে…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 21, 2023 | 2:00 PM

Koffee With Karan: দিন কয়েক আগে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'তে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। পুরস্কার নিতে নিজের বিয়ের শাড়িটিই পরে গিয়েছিলেন আলিয়া। স্ত্রীকে একা ছেড়ে দেননি রণবীর। তাঁর কেরিয়ারের অন্যতম আনন্দের দিনে আলিয়ার পাশে ছিলেন তিনি। রাষ্ট্রপতির থেকে জাতীয় পুরস্কার নেওয়ার সময়ও দর্শক আসন থেকে আলিয়ার ফোট তুলছিলেন তিনি।

Ranbir Kapoor: আলিয়ার সঙ্গে বিয়ে নয়, কেবল হুকআপ চেয়েছিলেন রণবীর; বিবাহ করতে চেয়েছিলেন কাউকে...
আলিয়া ভাট- রণবীর কাপুর একবার জানিয়েছিলেন, আলিয়া ভাট সোজা হয়ে ঘুমতে পারেন না। কারণ আলিয়া ভাট সোজা হয়ে ঘুমলেও কিছুক্ষমের মধ্যেই ঘুরে যান বলেই জানান রণবীর।

Follow Us

শুরু হচ্ছে ‘কফি উইথ করণ’-এর নতুন সিজ়ন, সিজ়ন ৮। এখন থেকেই দর্শকের মনে কৌতূহল–কোন-কোন তারকা আসবেন শোতে। কী-কী বিতর্ক তৈরি হবে তাতে। কিন্তু পণ করেছেন দুই তারকা–কোনওদিনও করণের শোতে আর যাবেন না। তাঁরা হলেন রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। করণ নাকি নানা কৌশলে তাঁদের খাটো করেছেন। তাঁদের মুখ থেকে এমন কথা বলিয়েছেন, যা পরবর্তীতে বিতর্কের মুখে ফেলে দিয়েছে তাঁদের। এই ‘কফি উইথ করণ’ শোতে এসেই রণবীর বলেছিলেন তিনি আলিয়া ভাটকে বিয়ে করতেই চান না। তিনি বিয়ে করতে চান অন্য এক অভিনেত্রীকে। কে সেই অভিনেত্রী?

যে অভিনেত্রীর নাম করেছিলেন রণবীর, তাঁকে নিয়ে জল্পনা–২০২০ সালে কন্য়া সন্তান জন্মের পর ফের নাকি অন্তঃসত্ত্বা হয়েছেন। তিনি এক সফল চলচ্চিত্র প্রযোজকও। তিনি ভারত ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছিলেন অনুষ্কা। ছবিতে অনুষ্কার ‘পাগল’প্রেমী ছিলেন রণবীর কাপুর। একতরফা ভালবাসতেন তাঁকে। সেই অনুষ্কাকে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর। কিন্তু আলিয়া?

করণ প্রশ্ন করেছিলেন–অনুষ্কা শর্মা, আলিয়া ভাট এবং জ্যাকলিন ফার্নান্ডেজ়ে–এই তিনজনের মধ্যে কাকে ‘বিয়ে’ করবেন এবং ‘হুকআপ’ (স্রেফ মিছিমিছি প্রেম) করবেন রণবীর। কোনও কিছু না ভেবে অভিনেতা বলেছিলেন, তিনি অনুষ্কা শর্মাকেই বিয়ে করবেন এবং আলিয়া-জ্যাকলিনের সঙ্গে হুকআপ। কিন্তু নিয়তির কী নিদারুণ খেলা, আলিয়ার সঙ্গে প্রেম করলেন রণবীর। তাঁকে বিয়ে করলেন একাধিক প্রেমে ব্যর্থ হওয়ার পর।

পরিচালক অয়ন মুখোপাধ্য়ায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করার সময় কাছাকাছি এসেছিলেন আলিয়া-রণবীর। তারপর সম্পর্কে ছিলেন টানা ৫ বছর। ২০২২ সালের ১৪ এপ্রিলে বিয়ে করেন আলিয়া-রণবীর। ২০২২ সালের নভেম্বরের ৬ তারিখ জন্ম হয় তাঁদের কন্যা সন্তান রাহার।

দিন কয়েক আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। পুরস্কার নিতে নিজের বিয়ের শাড়িটিই পরে গিয়েছিলেন আলিয়া। স্ত্রীকে একা ছেড়ে দেননি রণবীর। তাঁর কেরিয়ারের অন্যতম আনন্দের দিনে আলিয়ার পাশে ছিলেন তিনি। রাষ্ট্রপতির থেকে জাতীয় পুরস্কার নেওয়ার সময়ও দর্শক আসন থেকে আলিয়ার ফোট তুলছিলেন তিনি।

Next Article