Raj Chakraborty: রাজের প্রথম সিরিজে অভিনয় করবেন তৃণমূলের পার্থ? থাকবেন শাসকদলের দুই নেত্রীও

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 16, 2023 | 4:31 PM

Raj Chakraborty: নতুন বছরে নতুন জার্নি শুরু করেছেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। ওয়েব সিরিজ পরিচালনা করবেন তিনি।

Raj Chakraborty: রাজের প্রথম সিরিজে অভিনয় করবেন তৃণমূলের পার্থ? থাকবেন শাসকদলের দুই নেত্রীও
রাজের প্রথম সিরিজে অভিনয় করবেন তৃণমূলের পার্থ?

Follow Us

নতুন বছরে নতুন জার্নি শুরু করেছেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। ওয়েব সিরিজ পরিচালনা করবেন তিনি। সিরিজের নাম ‘আবার প্রলয়’। আর এই সিরিজেই নাকি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজ্যে সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিককে। শুধু কি তাই? দেখা যাবে রাজ্যের দুই তৃণমূল নেত্রীকেও। প্রথম জন সায়নী ঘোষ যিনি তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী ও অন্যজন জুন মালিয়া, যিনি মেদিনীপুরের বিধায়ক। সত্যিই কি বিধায়কের ছবিতে অভিনয় করবেন রাজ্যের মন্ত্রী? টিভিনাইন বাংলা কথা বলেছিল পার্থ ভৌমিকের সঙ্গে। প্রস্তাব পাওয়ার কথা তিনি মোটেও অস্বীকার করেননি। তিনি বলেন, “আমি অনেক কম বয়স থেকে থিয়েটার করি। আমাদের হালিশহর-গোবরডাঙা অঞ্চলে থিয়েটার তো ঘরে ঘরে। রাজ আমাকে ওর সিরিজে অভিনয়ের প্রস্তাব দিয়েছে। এখনও পর্যন্ত আমি ওকে কিছু জানাইনি। পরশুদিন জানাব কী সিদ্ধান্ত নিতে চলেছি। দেখা যাক…”।

মন্ত্রী জানিয়েছেন রাজনৈতিক কাজ নিয়ে এই মুহূর্তে বেজায় ব্যস্ত তিনি। যদি সময় বের করতে পারেন তবে অভিনয় করবেন। রাজের ওই সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এই প্রথম বার দেখা যাচ্ছে পর্দার এপারে। অভিনয় নয়, প্রযোজক হিসেবে এই তাঁর কেরিয়ারের শুরু। সিরিজে সায়নী-জুন ছাড়াও দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী , কৌশানী মুখোপাধ্যায় , গৌরব চক্রবর্তী , দেবাশীষ মণ্ডলসহ অনেককেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং। রাজের ফেসবুক প্রোফাইলে গেলেই দেখা যাচ্ছে, সেই শুটের নানা ছবি। হাজির রয়েছে ছোট্ট ইউভানও। ‘প্রলয়’ সিরিজের নতুন এই গল্প দর্শকদের কতটা ভাল লাগে, এখন সেটাই দেখার।

 

 

 

 

Next Article