২০০ মিলিয়ন ভিউজ পার করে ফেলেছেন কঙ্গনা রানাওয়াতের রিয়ালিটি শো লক আপ। ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করছে এই শো। শো’য়ে নিজের আসন্ন ধারাবাহিকের প্রচারে হাজির ছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। সেখানেই জীবনের এমন কিছু কথা তিনি শেয়ার করলেন যা শুনে হাঁ হয়ে গেলেন কঙ্গনাও।
ওটিটি প্ল্যাটফর্মটির ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা প্রোমো বলছে, পবিত্র রিস্তা ২-এ প্রচারে কঙ্গনার শোয়ে আসেন অঙ্কিতা। সেখানে এই সিজনের সবচেয়ে মিষ্টি জুটি মুনওয়ার ও অঞ্জলিকে একটি উপহারও দেন তিনি। অঙ্কিতা বলেন, “আমি একটি কারণে এখানে এসেছি। আমার শো পবিত্র রিস্তা আসছে। এই লকআপেও রোজ এক পবিত্র রিস্তা দেখতে পাচ্ছি আমরা। তাঁদের আমি কিছু উপহার দিতে চাই”। এর পরেই মুনওয়ার ও অঞ্জলির হাতে কফি মগ তুলে দেন অঙ্কিতা।
লকআপের নিয়ম অনুযায়ী প্রতিযোগী বা অতিথি যেই আসুন না কেন জীবনের কোনও না কোনও গোপন কথা তাঁকে অন ক্যামেরা বলে যেতে হয়। এর আগে সব প্রতিযোগীরাই সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন। অঙ্কিতাকে সেই কথা কঙ্গনা মনে করিয়ে দিতেই অঙ্কিতা বলেন, “বেশ, ভিকিও জানেন না এমন একটা কথা বলছি…”। যদিও কী গোপন কথা ফাঁস করলেন অঙ্কিতা, প্রোমোতে তা দেখানো হয়নি। তবে দেখানো হয়েছে শো’র বাকি প্রতিযোগীর মুখের ভাব। প্রোমো বলছে, অঙ্কিতার সিক্রেট শোনার পরেই নাকি অবাক হয়ে যান প্রতিযোগীরা। এমনকি হাঁ হয়ে যায় কঙ্গনার মুখও। কী বলতে পারেন তিনি জের মুহূর্তে ঘর জুড়ে ছড়িয়ে পড়তে পারে একগুচ্ছ বিস্ময়? সাসপেন্স জিইয়ে রেখেছে প্রযোজনা সংস্থাটি।
প্রসঙ্গত, কঙ্গনার এই শো বেশিদিন হয়নি শুরু হয়েছে। কিন্তু প্রথম থেকেই শো হিট। ইতিমধ্যেই ২০০ মিলিয়ান ভিউ ছাড়িয়েছে। সেই সাফল্যে কঙ্গনা ফের তাঁর বাক্যবাণে বিঁধেছেন করণকে। করেছেন আরও তির্যক মন্তব্য। কঙ্গনা লিখেছেন, “লকআপ ২০০ মিলিয়ান ভিউজ় পেয়েছে… এবার করণ জোহর লুকিয়ে লুকিয়ে কাঁদবে… আগে আগে দেখো কী কী হয়… পাপা জো (পড়ুন করণ জোহর) তোমার কান্নার দিন এসে গিয়েছে।” যদিও প্রতিবারের মতো এবারেও নীরব থেকেছেন করণ জোহর।
আরও পড়ুন- বলিউডে পরপর ছবি ফ্লপ, হলিউডের বিখ্যাত সংস্থা থেকে ডাক পেলেন প্রভাস?