চারিদিকে সিঙ্গল নারী-পুরুষ। এরই মাঝে রয়েছেন কয়েক জোড়া যুগল। সিঙ্গলদের মোহময় হাতছানি, চোখের প্রলোভন এড়াতে পারবেন তাঁরা? পরীক্ষা নিতে চলেছেন কঙ্গনা রানাওয়াত।
মার্কিনী রিয়ালিটি শো Temptation Island- এর অনুকরণে খুব শীঘ্রই এক ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে এক রিয়ালিটি শো। সূত্রের খবর সেই শো’রই সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। নাম শুনেই বোঝা যাচ্ছে শো জুড়েই থাকবে ঈশারার হাতছানি। সেই হাতছানি এড়াতে কি পারবেন যুগলরা? পারবেন তাঁদের ভালবাসার প্রতি নিষ্ঠাবান থাকতে? তাই হল শো’টর মুখ্য বিষয়বস্তু। কঙ্গনা তরফে এখনও কিছু জানা না গেলেও সূত্র বলছে ইতিমধ্যেই পাকাকথা হয়ে গিয়েছে। কন্ট্র্যাক্টে সাইনও করে ফেলেছেন অভিনেত্রী। যদিও কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে এই শো তা জানা যায়নি।
এরই পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রযোজক হিসেবে যাত্রা শুরু করছেন কঙ্গনা। ছবির নাম ‘টিকু ওয়েডস সেরু’। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। অভিনয় করবেন কঙ্গনা নিজেও।
আরও পড়ুন- জীবন-যুদ্ধে একটা হাত লাগে, তিয়াসাকে সেই হাতটা বাড়িয়েছিলাম আমিই: সুবান রায়