Karan Johar Controversy: নয়নতারাকে নিয়ে কটাক্ষে এবার চরম ট্রোল, বিপাকে করণ জোহর

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 25, 2023 | 11:07 AM

Gossip: করণ জোহার মাঝে মধ্যেই এমন কিছু মন্তব্য প্রকাশ্যে আসে যা নিয়ে খুব সহজেই বিতর্ক সৃষ্টি হয়। তেমনই একবার মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে নিয়ে। 

Karan Johar Controversy: নয়নতারাকে নিয়ে কটাক্ষে এবার চরম ট্রোল, বিপাকে করণ জোহর

Follow Us

করণ জোহর, বারবরই সিনেপাড়ার একাশংকের কটাক্ষের শিকার হয়ে এসেছেন। যে তালিকায় থাকা অন্যতম নাম হল কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার সঙ্গে করণ জোহরের সম্পর্ক যে বেজায় আদায় কাঁচকলায়, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবুও কোথাও গিয়ে যেন এই সম্পর্ক বর্তমানে খানিক হলেও সু-সম্পর্কের দিকে এগোতে দেখা যাচ্ছে। কারণ সম্প্রতি কারণ জোহর কঙ্গনা রানাওয়াতের আগামী ছবি এমার্জেন্সি নিয়ে বেজায় উৎসাহ দেখিয়েছেন। যদিও করণের এই মন্তব্যে যে খুব একটা খুশি হয়েছেন কঙ্গনা তা নয়। কারণ একটা সময় এই কঙ্গনা রানাওয়াত মুভি মাফিয়ার তকমা দিয়েছিলেন। তার সঙ্গে আবার নরম সুরে কথা বলা ঠিক কতদিন টিকবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। তবে করণ জোহর যে কেবল কঙ্গনার শিকার এমনটা নয়। কারণ করণ জোহার মাঝে মধ্যেই এমন কিছু মন্তব্য প্রকাশ্যে আসে যা নিয়ে খুব সহজেই বিতর্ক সৃষ্টি হয়। তেমনই একবার মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে নিয়ে।

করণ জোহরের টকশোয়ে উপস্থিত হয়েছিলেন সামান্থা রুথ প্রভু। তখনই করণ দক্ষিণের কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করতে বলেন সামান্থাকে। তখনই তিনি বলেছিলেন, আমি সম্প্রতি নয়নতারার সঙ্গে কাজ করেছি। ও বেশ ভাল। উত্তর শুনেই করণ জোহর জানিয়েছিলেন, তাঁর তালিকায় নাকি এই নামটা ছিলই না। বর্তমানে সেই অভিনেত্রীই শাহরুখ খানের বিপরীতে কাজ করছেন জওয়ান ছবিতে। এমনই সময় কফি উইথ করণের সেই ক্লিপিং ফিরে এল নেটদুনিয়া। যাকে কেন্দ্র করে আবারও রোষের মুখে পড়তে হল করণ জোহরকে। চরম কটাক্ষের শিকার হতে হল রকি অউর রানি কি প্রেম কহানি ছবির পরিচালক তথা প্রযোজককে। যদিও এই বিষয় মুখ খোলেননি করণ।

Next Article