৯০ দশক থেকে বলিউডের রাজত্ব করছেন অভিনেত্রী কাজল। কেরিয়ার শুরু থেকে কেটে গিয়েছে প্রায় তিন দশক। দিন দিন বদল ঘটেছে মানুষের মানসিকতার, বদল ঘটেছে বিনোদন জগতের অন্দরমহলে। পাল্টেছে সময়, পাল্টেছে বিনোদন জগতের ধাঁচও। আর এই সময় দাঁড়িয়ে কাজল সিনে দুনিয়ার প্রশংসায় পঞ্চমুখ। তিনি যখন কেরিয়ার শুরু করেছিলেন তখন বলিউডের অন্দরমহলে মহিলাদের অবস্থান আর বর্তমানের পরিস্থিতি আকাশ পাতাল তফাৎ, বলেই এদিন দাবি করেন কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেপাড়ায় মেয়েদের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে কাজল বলেন, আজকে মেয়েদের যে পরিস্থিতি আজ থেকে ২০- ৩০ বছর আগে তেমনটা ছিল না। এখন শুটি সেটে বহু মহিলা কাজ করছেন।
শুধু তাই নয়, আগে থেকে এখন মেয়েদের সুযোগ সুবিধাও অনেক বেশি। পুরুষরা মেয়েদের কাজের অনেক সুযোগ করে দিচ্ছেন। শুটিং সেটে তেমন কোনও সমস্যা হয় না বর্তমানে। আর এই পরিস্থিতি দেখে ভীষণ স্বস্তি লাগছে বলেই জানান কাজল। কাজল, রবিনা ট্যান্ডন যখন কাজ শুরু করেছিলেন, তখন ছবি সেট থেকে শুরু করে মেকআপ ভ্যান, সিস্টেম এত উন্নত ছিল না। অনেক সময় শুটিং লোকেশনে স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাথরুম ব্যবহার করতে হতো। সঙ্গে থাকতো না তেমন কোন মেকআপ ভ্যান।
তবে বর্তমানে যে সুযোগ সুবিধা অভিনেত্রীরা পাচ্ছেন, তাতে এই জগতে মহিলারা অনেক বেশি সুরক্ষিত হয়ে কাজ করতে পারছেন, স্বাচ্ছন্দ বোধ করছেন। এখনকার দিনে পুরুষরা মহিলাদের বহু সাহায্য করে থাকেন বলে জানান কাজল। তাই বর্তমানে এই পরিস্থিতি দেখে রীতিমতো গর্ববোধ হয় কাজলের, কেরিয়ার একটা সময় বেশ কিছু বছর বিরতি নিয়েছিলেন তিনি তবে এখন ছবির জগতে থাকতে চান কাজল। ওটিটি থেকে সিনেমা, তাঁর কাছে আসা যে কোনও ভাল চরিত্রতেই তিনি কাজ করতে রাজি। একের পর এক কাজ এখন কাজলের পাইপ লাইনে।