মালাইকা আরোরা ও অর্জুন কাপুর বলিউডের অন্যতম চর্চিত জুটি। তবে এবার কি এ জুটির পথ আলাদা হয়ে গেল! গত কয়েক মাস ধরে এমনই চর্চা তুঙ্গে। কখনও প্রকাশ্যে আসছে অর্জুন কাপুরের একাকী সময় কাটানোর ছবি, কখনও আবার তাঁর সঙ্গে জড়িয়ে যাচ্ছে অন্য কারোর নাম। এবার সামনে এল অর্জুন কাপুরের প্রেম কাহিনিও, শোনা যাচ্ছে তিনি নাকি মন দিয়েছেন ভাইরাল স্টার কুশা কপিলার। তা বাস্তব নাকি জল্পনা, এখনও তার প্রমান মেলেনি। তবে ঘনিষ্ঠ মহলসূত্রে খবর গোপনে সম্পর্ক বাড়ছে এই জুটির মধ্যে। তবে কি সত্যি ভাঙ্গন ধরলো মালাইকার লাভ লাইফে! অর্জুন কাপুরকে ভালবেসে তাঁর হাত ধরেই গ্যালাক্সি ছেড়েছিলেন মালাইকা আরোরা।
রাতারাতি বলিউডের অন্দরমহলে ঝড় তুলেছিল মালাইকা ও আরবাজ খানের বিবাহ বিচ্ছেদের খবর। তবে কয়েক দিনের মধ্যেই মালাইকা ও অর্জুন কাপুরের সম্পর্ক প্রকাশে আসতেই ভক্তদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন এই জুটি। লিভইনের সম্পর্কে থাকা থেকে শুরু করে ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা, সবটাই সাজানো ছিল পরপর। একাধিকবার মালাইকাকে বলতে শোনা গিয়েছে তিনি মা হতেও রাজি। তবে হঠাৎ এমন কী ঘটলো যার জন্য অর্জুন কাপুরের জীবনে অন্য কেউ উঁকি দিচ্ছেন? তবে কি তাঁর ও মালাইকার সম্পর্ক বর্তমানে বিচ্ছেদের পথে!
এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত জুটির কেউই মুখ খোলেননি, তবে এরই মাঝে আগুনে ঘি ঢালার মতো একটি কাজ করে বসলেন মালাইকা। অর্জুন কাপুরের পরিবারের সদস্যদের করলেন সোশ্যাল মিডিয়ায় আনফলো। সোশ্যাল মিডিয়ায় জাহ্নবী কাপুর খুশি কাপুরদের আনফলো করলেন তিনি। যদিও এখনও পর্যন্ত অর্জুন কাপুরকে আনফলো করেননি মালাইকা। বিচ্ছেদ পর্বের এটাই প্রথম ধাপ কি না তা নিয়েই এবার নয়া জল্পনা নেটপাড়ায়। মালাইকার এই স্টেপ দর্শকদের আরও ভাবিয়ে তুলছে। অর্জুন কাপুর এ নিয়ে মুখ খুলতে নারাজ। প্রকাশ্যে তাঁদের একসঙ্গে দেখা যায়নি বেশ কিছুদিন হয়ে গেল। ফলে এই সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি তা নিয়ে চিন্তার ভাঁজ ভক্ত মহলের কপালে।