Vijay Varma: তামান্নাকে মন দিতেই বিপত্তি, বারবার সম্পর্ককে কেন্দ্রকে ব্যঙ্গের শিকার বিজয়

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 26, 2023 | 12:05 PM

Controversy: তামান্নার সঙ্গে ঘনিষ্ঠ হতেও দেখা যায় অভিনেতাকে। ছোট্ট এই গল্পে তামান্না ও বিজয়ের মধ্যে রোমান্সের দৃশ্য সারা ফেলেছিল দর্শকমহলে।

Vijay Varma: তামান্নাকে মন দিতেই বিপত্তি, বারবার সম্পর্ককে কেন্দ্রকে ব্যঙ্গের শিকার বিজয়

Follow Us

কে, কাকে মন দেবেন, কে কার সঙ্গে প্রেম করবেন, সবটাই যেন স্থির করে দেবেন ভক্তমহল। পছন্দের অন্যথা হলেই বিপদ। বলিউডে এমন জুটির অভাব নেই। খোদ রণবীর সিংই একবার মজা করে ভিকি কৌশলকে বলেছিলেন, আমাদের দুজনের অবস্থা প্রায় একই, আমাদের দুজনকেই শুনতে হয়, আমার স্ত্রীরা আমাদের সাধ্যের বাইরে। এবার কী সেই একই পরিস্থিতির মুখে পড়তে হল অভিনেতা বিজয় ভর্মাকে? বিজয় বর্মা, একের পর এক উল্লেখযোগ্য কাজ করে দর্শকমহলে এখন তিনি অন্যতম চর্চিত নাম। ওটিটি জগতে দাপিয়ে বেড়াচ্ছেন। সম্প্রতি তাঁকে তামান্না ভাটিয়ার সঙ্গে দেখা গিয়েছে লাস্ট স্টোরিজ় ২ সিরিজে। সেখানে তামান্নার সঙ্গে ঘনিষ্ঠ হতেও দেখা যায় অভিনেতাকে। ছোট্ট এই গল্পে তামান্না ও বিজয়ের মধ্যে রোমান্সের দৃশ্য সারা ফেলেছিল দর্শকমহলে।

কারণ কী? অতীতে তামান্না ভাটিয়াকে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। এরপরই শোনা যায় বিজয় ভর্মার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন তামান্না। এবার সেই খবরে সিলমোহর দিলেন খোদ অভিনেতা বিজয়। সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই কটাক্ষের শিকার হতে হয় তাঁকে, ‘তামান্না ভাটিয়ার নাকি যোগ্য পার্টনার তিনি নন’। নেটদুনিয়ায় এই মন্তব্য একাধিকবার উঠে আসে। এবার এই প্রসঙ্গে মুখ খুলে তিনি বললেন, ”আমার কাছে ভালবাসার সংজ্ঞা, নিঃশর্ত ভালবাসা। যেখানে আমরা একে অন্যের ভাল খারাপ সেলিব্রেট করব। আমি জানি প্রতিটা ক্ষেত্রে এভেলিউশন হয়, সম্পর্কের ক্ষেত্রেও। সেলেবদের এই বিষয়গুলোর মধ্যে দিয়ে প্রতিটা মুহূর্তে যেতে হয়। উন্মুক্ততা সেলিব্রেট করা, বআটকে হয়ে থাকা নয়।”

প্রসঙ্গত, গোয়ায় বর্ষবরণের পার্টিতে তাঁদের চুম্বনের ভিডিয়ো ভাইরাল হয়েছে ভীষণরকম। সকলেই অবাক হয়েছেন সেই ঘটনায়। সকলেই সারপ্রাইজ়ড। সেই সঙ্গে ঘোষিত হয়েছে বি-টাউনের নয়া প্রেমিক-প্রেমিকা জুটি তামান্না ভাটিয়া এবং বিজয় ভর্মা। সকলের মনে নানা কৌতূহল। কীভাবে কাছাকাছি এলেন এই দুই তারকা? জানা গিয়েছেন ‘লাস্ট স্টোরিজ় ২’-এর সেটে আলাপ হয়েছে বিজয়-তামান্নার। তারপর থেকেই প্রেম।

Next Article