কফি উইথ করণ শো প্রথম থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। কারন একটাই কারণ জোহরের আড্ডার আসরে সেলিব্রিটিদের কোন গোপন তথ্যই আর গোপন থাকে না। সে তাদের বৈবাহিক জীবন হোক বা যৌন জীবন। করণ জোহার প্রতিটা ক্ষেত্রেই খোলামেলা প্রশ্ন করতে পিছপা হন না। তবে ছাড়াও বলিউডে যদি অন্য কোন টকশো হয় তবে সে ক্ষেত্রে সঞ্চালক হিসেবে সঠিক দায়িত্ব পালন করতে পারেন কে, বলিউডে কি এমন কেউ রয়েছেন প্রথম সারিতে যাকে নিজের পছন্দের তালিকায় এক ধাপ এগিয়ে রাখলেন কারণ জোহার।
একবার কফি উইথ করণ-এর ব়্য়াপিড ফায়ার রাউন্ডে করণ জোহার নিজেই জানিয়েছিলেন দীপিকা ক্যাটরিনা আলিয়া ভাট জাহ্নবী কাপুর সারা আলি খান এদের মধ্যে তিনি সারা আলি খান কি তার পছন্দের তালিকায় রাখবেন। সারা বরাবরই ভীষণ বোল্ড, বলিউডে কেরিয়ারে খুব বেশিদিন না হলেও দাপটের সঙ্গে নিজের কাজটি সে দিব্যি করতে পারে। সারা আলি খান একাধিকবার তার সেই ক্ষমতা নানাভাবে দর্শকদের সামনে তুলে ধরেছেন। ফলে পরবর্তীতে কোন টকশো যদি হয় সেখানে সারা আলি খানকে সঞ্চালক হিসেবে পাওয়া খুব স্বাভাবিক বলেই মনে করেন করেন জোহার।
সারার হাতে বর্তমানে একাধিক ছবির কাজ। তবে দাপটের সঙ্গে অভিনয় করে বক্স অফিসে ঝড় তোলা ছবি এখনও নেই সারা আলি খানের ঝুলিতে। তিনি বরাবরই দাপটের সঙ্গে অভিনয় করলেও তাঁর কেরিয়ারের মাইলেজ হতে পারে এমন ছবি ঝুলিতে নেই। তবে প্রথম থেকেই তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। প্রত্যেকেই সারার অভিনয় থেকে পর্দায় উপস্থাপনার যে দাপটের প্রমাণ দিয়ে এসেছে তা এক কথায় বলতে গেলে সকলের নজর কাড়ার মতো। ফলে সেই দিক থেকেও বেশ কিছুটা এগিয়ে রাখা যায় সারা আলি খানকে।