Goodbye: পর্দায় দেখা মিলছে না রশ্মিকা-অমিতাভ জুটির, এবার কোন ওটিটি-তে ভারসা ভক্তদের

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 17, 2022 | 8:02 AM

Box Office: প্রথম সপ্তাহে একাধিক প্রেক্ষাগৃহ থেকে সরে যায় এই ছবি। যার ফলে চাইলেও অনেকেরই দেখা সম্ভব হয়নি গুডবাই, ‌ ফলে শুরু হয়েছে ওটিটি মুক্তির জন্য অপেক্ষার পালা।

Goodbye: পর্দায় দেখা মিলছে না রশ্মিকা-অমিতাভ জুটির, এবার কোন ওটিটি-তে ভারসা ভক্তদের
বলিউডে ৫০ বছরের রাজত্ব তাঁর। শূণ্য হাতে কেরিয়ার শুরু করলও বর্তমানে তিনি কোটি কোটি টাকার মালিক। বিটাউনের বচ্চন পরিবার। জলসার মালিকও বটে।

Follow Us

বড় পর্দায় ছবির মুক্তির পর এক দীর্ঘ অপেক্ষা চলে দর্শকদের। কবে প্রিয় ছবি চলে আসবে হাতের মুঠোয়। প্রথমটায় বেশ তাড়াতাড়ি পাওয়া যেত আপডেট। অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্ম যখন শুরু শুরুতে ছবি মুক্তি শুরু করে, তখন যে কোনও ছবির ক্ষেত্রেই মুক্তি পাওয়ার ৩০ দিনের মাথায় ওটিটিতে মুক্তি পেয়ে যেত।। যার ফলে সিনে দুনিয়ায় একটি বড় ধ্বস নেমে আসতে দেখা যাচ্ছে বলেই অনুমান করে চিনে বিশেষজ্ঞরা। এরপরই ঘটে নিয়মের পালাবদল। ওটিটির রমরমা বাজারকে খানিকটা প্রশমিত করে আসে নতুন নিয়ম।

নির্দেশ মেলে ৬০ থেকে ৭৫ দিনের বিরতি না থাকলে কোন ছবি ওটিটিতে বিক্রি করা যাবে না। যার ফলে প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর ছবি যদি বড় পর্দায় একবার হাতছাড়া হয়ে যায়, তবে তো ওটিটি-তে ফিরে দেখতে বেশ কিছুটা সময় লাগে। ফলে এবার অপেক্ষায় দিন গুনছে বক্তরা। সদ্য মুক্তি পেয়েছে রশ্মিকা মন্দনা ও অমিতাভ বচ্চন অভিনীত গুডবাই ছবি। বক্স অফিসে তা খুব একটা ভাল ফল করতে পারেনি। প্রথম সপ্তাহে একাধিক প্রেক্ষাগৃহ থেকে সরে যায় এই ছবি। যার ফলে চাইলেও অনেকেরই দেখা সম্ভব হয়নি গুডবাই, ‌ ফলে শুরু হয়েছে ওটিটি মুক্তির জন্য অপেক্ষার পালা।

তবে এবার মিলল সুখবর, নেটফিক্সে এই ছবি মুক্তি পেতে চলেছে ‌। তবে সঠিক তারিখ এখনও স্থির করা হয়নি ‌। আনুমানিক ৬০ থেকে ৭৫ দিনের বিরতি বজায় রেখে ছবি মুক্তি পাবে।। বালাজি প্রযোজনা সংস্থার এই ছবি ভয়ানক ফ্লপ-এর মুখ দেখলেও মা মেয়ে ও বাবার গল্পে পারিবারিক স্বাদ রয়েছে ছবিতে তা একপ্রকার স্পষ্ট। ফলে অনেকের ইচ্ছে ছিল হয়তো ছবিটা দেখার, সমস্যা বাড়ে যখন ছবিটির গড়হাজিরা চোখে পড়ে সিনেমাহলে।

Next Article