Koffee With Karan 7: বয়ফ্রেন্ডের প্রাক্তন প্রেমিকাকে দিয়ে বিয়ের দিন কী করাতে চান কিয়ারা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 25, 2022 | 2:44 PM

Bollywood: শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ে করবেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের দিন আলিয়াকে দিয়ে কী করাতে চান কিয়ারা? করণ জোহরের চ্যাট শো'তে এসে জানালেন কিয়ারা।

Koffee With Karan 7: বয়ফ্রেন্ডের প্রাক্তন প্রেমিকাকে দিয়ে বিয়ের দিন কী করাতে চান কিয়ারা?
বয়ফ্রেন্ডের প্রাক্তন প্রেমিকাকে দিয়ে বিয়ের দিন কী করাতে চান কিয়ারা?

Follow Us

দুজনেরই নাম আলিয়া। দুজনেরই প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা। আলিয়া ভাট এখন রণবীর কাপুরের সঙ্গে সুখের সংসার করছে। তবে বলিউডে কান পাতলে শোনা যায়, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একসময় প্রেমের সম্পর্ক ছিল তাঁর। সিদ্ধার্থের বর্তমান প্রেমিকা কিয়ারা আডবাণীর আবার আলিয়াকে বেজায় পছন্দ। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ে করবেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের দিন আলিয়াকে দিয়ে কী করাতে চান কিয়ারা? করণ জোহরের চ্যাট শো’তে এসে জানালেন কিয়ারা।

কিয়ারার কথায়, “আমি চাই বিয়ের দিন আলিয়া ব্রাইড মেড হয়ে আসুক। ওকে আমি আমার টিমে পেতে চাই। আমি ওকে ভীষণ ভালবাসি। ও বড্ড মিষ্টি”। খোঁচা দিতে করণও ছাড়লেন না। হবু স্বামীর প্রাক্তনকেই নাকি বিয়ের দিন সব সময় পাশে পেতে চাইছেন কিয়ারা? ব্যঙ্গাত্মক প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনিও। কিয়ারাও সম্মতি জানান করণের সঙ্গে। বলেন একটু বাড়াবাড়িই হয়তো হয়ে যাবে সেক্ষেত্রে। নিজেদের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই একেবারেই চুপ ছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। ঠিক যেমন আলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও কোনওদিন প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।

তবে শোনা যায় প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ করার সময় থেকেই দুজনের দুজনের কাছাকাছি এসেছিলেন। তাঁদের প্রেমে নাকি কিউপিড হিসেবে কাজ করেছিলেন করণ জোহর। শোনা যায় তেমনটাই। তবে সম্পর্ক টেকেনি তাঁদের। ‘শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। কাকতালীভাবে কিয়ারার আগের নাম ছিল আলিয়ার। বলিউডে পা রাখার পর সলমন খান নাকি তাঁকে নাম বদলে নেওয়ার জন্য বলেছিলেন। সে সময় আলিয়া বলিউডে নাম করে নিয়েছেন। ভাইজানের যুক্তি ছিল একই ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া হয়ে গেলে আলাদা করে নিজের পরিচয় বানাতে পারবেন না কিয়ারা। সলমনের কথা মেনে আদপে লাভই হয়েছিলে কিয়ারার। বর্তমানে বলিউডে অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি।

Next Article