বর্তমানে বেশ কিছু দিন ধরেই চর্চায় বলিউড ফ্যাশন ডিভা মালাইকা আরোরা। বয়স ৫০ ছুঁই ছুঁই। তাতেই শরীরী ভাজে তিনি যেভাবে দর্শক মনে নিত্য ঝড় তুলে থাকেন, তা এক কথায় প্রতি মুহূর্তে প্রশংসিত। তবে মালাইকা আরোরা মানেই যে ফ্যাশন দুনিয়ায় চর্চা, তা নয়। পাশাপাশি বিতর্ক, কটাক্ষ, ভাইরাল এই বিষয়গুলোতেও নিত্য জড়িয়ে থাকে এই সেলেবের নাম। তবে মালাইকা বরাবরই স্পোর্টিং-টি বিষয়গুলোকে গ্রহণ করে থাকেন। সম্প্রতি একাধিকবার তাঁকে এই মর্মে মুখ খুলতে দেখা গিয়েছে।বিটাউনের পর্দায় না থেকেও দাপটের সঙ্গে নিত্যদিন খবরের শিরোনামে যেভাবে তিনি নিজের জায়গা করে নেন, তা এক কথায় সকলের নজর কারে।
তবে এই চর্চায় জায়গা করে নেওয়াটাকেই নাকি অনেকে আবার কটাক্ষ করতে পিছপা হন না। মালাইকা আরোরার এই প্রশ্নের মুখোমুখি হয়ে স্পষ্টই জানান, তিনি যা করেন, যেভাবে থাকেন, সেটা একান্ত তাঁর নিজের মতামত, ব্যক্তিগত জীবন। সেই বিষয়ে অন্য কারোর মতামত বা সমালোচনাকে খুব একটা গুরুত্বপূর্ণ কোনওদিনই দেননি, তিনি আগামীতেও দেবেন না। যদিও নেট পাড়ায় একবার ঢুঁ মাপলেই চোখে পড়ে মালাইকা কীভাবে হাটেন, কীভাবে কথা বলেন কীভাবে হাসেন কীভাবে ফটোগ্রাফারদের দেখে পোজ দেন। সবটাই নাকি তাঁর সাজানো, মেকি, সেলেব স্টান, খবরই শিরোনামে জায়গা করে নেওয়ার কৌশল মাত্র।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চিত ওটিটি শো মুভিং ইন উইথ মালাইকা (Moving In With Malaika)। এই শো ঘিরে বিগত কিছুদিন ধরেই একের পর এক খবর হয়ে উঠছে ভাইরাল। মালাইকা আরোরার (Malaika Arora) শো-তে বিভিন্ন সময় বিভিন্ন সেলেবদের উপস্থিত থাকতে দেখা যাচ্ছে, যাঁদের সঙ্গে মালাইকার আড্ডায় উঠে আসতে দেখা যাচ্ছে একাধিক জানা অজানা বিটাউনের অন্দরমহলের চর্চিত বিষয়। সেখানেই নিজের মতামতকে স্পষ্ট তুলে ধরতে পিছপা হন না। তাই এবারও তার ব্যতিক্রম ঘটল না।