Malaika Arora Controversy: প্রকাশ্যে এবার ছেলের কাছেও ট্রোলিং হলেন মালাইকা, ক্যামেরার সামনে মায়ের পোশাক নিয়ে এ কী বললেন আরহান?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 22, 2022 | 9:14 AM

Trolling: এতদিন নেটিজেন বা অন্যান্য সেলেবের হাতে শিকার হতেন মালাইকা আরোরা। তবে এবার তাঁকে খোদ তাঁর ছেলে আরহান অস্বস্তির মুখে ফেলে দিল।

Malaika Arora Controversy: প্রকাশ্যে এবার ছেলের কাছেও ট্রোলিং হলেন মালাইকা, ক্যামেরার সামনে মায়ের পোশাক নিয়ে এ কী বললেন আরহান?

Follow Us

বছর শেষে ওটিটি প্ল্যাটফর্মে নিজের শো নিয়ে বেজায় ব্যস্ত মালাইকা আরোরা। মালাইকা বি-টাউনের বরাবরই বেশ চর্চিত নাম। সিনেমার পর্দায় তিনি উপস্থিত থাকুন বা নাই থাকুন, ট্রোল থেকে শুরু করে বিতর্কে তাঁর ঠাঁই চিরকালের। সোশ্যাল মিডিয়ায় নিত্য চোখ রাখলেই সেই তথ্য স্পষ্ট হয়ে যায়। মালাইকা বরাবরই স্পষ্টবাদী। মাঝে মধ্যেই হাজির হয়ে থাকেন বিভিন্ন রিয়ালিটি শো-তে। এবার মুভিং ইন উইথ মালাইকা শো নিয়ে ব্যস্ততা তাঁর তুঙ্গে। তিনি এই শো-এ বিভিন্ন প্রসঙ্গে কথা বলে থাকেন, কিছুটা জানা, বেশ কিছুটা অজানা তথ্য মালাইকা সম্পর্কে জানতে পারছেন তাঁর ভক্তরা। তবে একটি বিষয় প্রতিটি পর্বেই ঘুরে ফিরে আসতে দেখা যাচ্ছে, আর তা হলো ট্রোলিং। মালাইকার সঙ্গে ট্রোলিং যেন এক অবিচ্ছিন্ন বিষয়। তাই বলে কাছের মানুষ ট্রোলিং করলে বিষয়টা কেমন দাঁড়ায়! অবাক লাগলেও এটাই সত্যি।

এতদিন নেটিজেন বা অন্যান্য সেলেবের হাতে শিকার হতেন মালাইকা আরোরা। তবে এবার তাঁকে খোদ তাঁর ছেলে আরহান অস্বস্তির মুখে ফেলে দিল। মালাইকা ও আরবাজের পুত্র আরহান এই প্রথম ধরা দিলেন ক্যামেরার সামনে। মায়ের সঙ্গে ডাইনিং টেবিলে বসে তিনি আড্ডা শুরু হওয়ার মুহূর্তেই প্রশ্ন করে বসলেন, কেন টেবিল ন্যাপকিন পরে শো করছেন মালাইকা! সাদা কালো ডুরে পোশাক পরেছিলেন এদিন মালাইকা। তাঁর কথায় কাকতালীয়ভাবে তার টেবিল ন্যাপকিনের সঙ্গে মিশে গিয়েছে তাঁর পোশাক।

টেবিলের ওপর থাকা ন্যাপকিনের প্রিন্টও হুবহু এক, সাদাকালো ডুরে। তা দেখই এমন প্রশ্ন করে বসেন আরহান, যদিও বরাবরের মতো এবারও মালাইকা হেসেই উড়িয়ে দেন বিষয়টাকে। এই ভিডিয়ো আসনে আসতেি তা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ার পাতায়। ঝড়ের গতিতে ভাইরাল হয় মালাইকার শো-এর এই প্রোমো। তবে ছেলের কথায় মালাইকাকে অস্বস্তিতে পড়তে দেখে অনেকেই এক কথায় অবাক।

Next Article