Lock Upp: ‘…আমায় গর্ভপাত করাতে বাধ্য করেছে’, জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক মন্দনা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 11, 2022 | 8:26 PM

Lock Upp: কঙ্গনা শো লকআপ এই মুহূর্তে বেশ জনপ্রিয়। সেই শো'তেই প্রতিযোগী হিসেবে এসেছেন মন্দনা। সেখানেই কান্নায় ভেঙে পড়ে মন্দনা জানান, তাঁর বিচ্ছেদ চলাকালীন বলিউডের এক পরিচালকের সঙ্গে তাঁর আলাপ হয়।

Lock Upp: ...আমায় গর্ভপাত করাতে বাধ্য করেছে, জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক মন্দনা
কান্নায় ভেঙে পড়লেন কঙ্গনা।

Follow Us

বলিউডে কাস্টিং কাউচের অভিযোগ হামেশাই শোনা যায়। শোনা যায় প্রেম ভাঙার কথা। আর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস? ও তারও পরে গর্ভপাতের ঘটনা– বিরল না হলেও সচরাচর দেখা মেলে না। তবে এবার এমনই এক বিস্ফোরক অভিযোগ এনেছেন অভিনেত্রী মন্দনা কারিমির। এক নামজাদা বলি পরিচালকের বিরুদ্ধে প্রকাশ্যেই ঠকানোর এ হেন ঘটনা জানালেন তিনি।

কঙ্গনা শো লকআপ এই মুহূর্তে বেশ জনপ্রিয়। সেই শো’তেই প্রতিযোগী হিসেবে এসেছেন মন্দনা। সেখানেই কান্নায় ভেঙে পড়ে মন্দনা জানান, তাঁর বিচ্ছেদ চলাকালীন বলিউডের এক পরিচালকের সঙ্গে তাঁর আলাপ হয়। দুজনে কাছাকাছিও আসেন। তবে মন্দনা জানান, বলিউডে সেই পরিচালক বেশ প্রভাবশালী ও মাঝেমধ্যেই নারী স্বাধীনতা নিয়ে নানা মন্তব্য করে থাকেন। মন্দনা এও দাবি করেন, অনেক মানুষের কাছে সেই পরিচালক ‘আইডল’।

মন্দনার কথায়, সেই সময় তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চললেও আইনত ডিভোর্স হয়নি তাঁর। আর সেই কারণেই পরিচালকের সঙ্গে সম্পর্ক গোপনই রাখতে হয়েছিল তাঁকে। সেই পরিচালক নাকি মন্দনার সঙ্গে সংসার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মন্দনা গর্ভবতী শুনেই নাকি পিছিয়ে আসেন তিনি। ‘এই মুহূর্তে তৈরি নন’– এমনটাই নাকি জানিয়েছিলেন সেই পরিচালক, বাধ্য হয়েই গর্ভস্থ সন্তানকে নষ্ট করতে হয় মন্দনাকে। কঙ্গনার কাছে এই কথাগুলি বলার সময়ে কান্নায় ভেঙে পড়েন মন্দনা। তাঁকে থামানো যাচ্ছিল না। চোখের জল ধরে রাখতে পারেননি কঙ্গনা রানাওয়াতও। কঙ্গনা মন্দনাকে উদ্দেশ্য করে বলেন, তাঁর এই ঘটনার সবার কাছে এক শিক্ষণীয় ঘটনা হওয়া উচিত। যে বা যারা গ্ল্যামার জগতের অংশ হতে চায় এবং এই যাত্রাপথে ভালবাসার কাঙাল হয়ে ওঠে তাঁরা যে আদপে ভুলই করে, সে কথাই একবার স্মরণ করিয়ে দিলেন কঙ্গনা। কোথাও গিয়ে নিজের সঙ্গে হওয়া কোনও ঘটনার মিল পেলেন কি?

মন্দনা মুখে না বললেও ভিডিয়ো প্রকাশের পর নেটিজেনদের একটা বড় অংশ মনে করছেন মন্দনার সেই পরিচালক আদপে অনুরাগ কাশ্যপ। কেউ কেউ আবার মধুর ভান্ডারকরের নামও উল্লেখ করেছেন। তবে মন্দনা কারও নাম প্রকাশ্যে আনেননি।

 

আরও পড়ুন-‘নিজের ইচ্ছায় করিনি, স্বামী জোর করেছিল বলেই বাধ্য হই’, সোজাসাপটা নিতু

Next Article