Samantha Ruth Prabhu: বিয়ের পরেও শয্যা দৃশ্যে অভিনয়ই কি নাগার সঙ্গে সামান্থার বিচ্ছেদের কারণ?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 17, 2021 | 9:42 AM

নাগার ঘনিষ্ঠ বৃত্ত বলছে, বিয়ের পরেও সামান্থার আইটেম সং ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নাকি চরম আপত্তি ছিল নাগা চৈতন্যের পরিবারের।

Samantha Ruth Prabhu: বিয়ের পরেও শয্যা দৃশ্যে অভিনয়ই কি নাগার সঙ্গে সামান্থার বিচ্ছেদের কারণ?
কী কারণ বিচ্ছেদের?

Follow Us

বিচ্ছেদ হয়ে গিয়েছে দক্ষিণী সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যর। কেন তাঁদের বিচ্ছেদ হল সে অঙ্কের হিসেব এখনও মেলাতে পারছেন না ভক্তরা। দীর্ঘদিনের প্রেম, চার বছরের দাম্পত্য… এ বছরের শুরুতেও সব ঠিক থাকার ফলেও কেন আলাদা হতে হল দুজনকে? এ নিয়ে প্রশ্ন হাজার। সামান্থা বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেও এযাবৎ বিচ্ছেদ নিয়ে জনসমক্ষে কিছু বলেননি নাগা। তবে নিজের ব্যক্তিগত পরিসরে নাকি মুখ খুলেছেন অভিনেতা, জানা যাচ্ছে তেমনটাই। কী কারণে এল দূরত্ব?

নাগার ঘনিষ্ঠ বৃত্ত বলছে, বিয়ের পরেও সামান্থার আইটেম সং ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নাকি চরম আপত্তি ছিল নাগা চৈতন্যের পরিবারের। বিশেষত ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে সামান্থার শয্যা দৃশ্যে নাকি এতটাই অবাক হয়েছিলেন নাগার পরিবার যে সামান্থাকে ‘বিশ্বাসঘাতক’ বলেও দাগিয়ে দিয়েছিলেন তাঁরা। সামান্থার প্রাক্তন শ্বশুর তথা নাগার বাবা নাগার্জুনও নাকি বাড়ির বৌয়ের এ হেন দৃশ্যে অভিনয়ের ঘোরতর বিরোধী ছিলেন। অন্যদিকে সামান্থা শ্বশুরবাড়ির এই নিয়ন্ত্রণ মেনে নিতে না পারাতেই নাকি সম্পর্কের অবনতি হয়, যা গড়ায় বিচ্ছেদে।

দিন কয়েক আগে নাগার এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘কীরকম চরিত্র তাঁর পছন্দ’? নাগা উত্তর দিয়েছিলেন, “এমন চরিত্র যা আমার বা আমার পরিবারের মান সম্মানে আঁচ না ফেলে’। অনেকেই মনে করেছিলেন আকার ইঙ্গিতে সামান্থার দিকেই আঙুল তুলেছেন নাগা। যদিও নাগা কারও নাম নেননি বা ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামান্থা কোনও উত্তর দেননি।

ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ দিয়েই অভিনেত্রী সামান্থা রাউথ প্রভুকে চিনেছেন জাতীয় স্তরের দর্শক। যদিও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁর বেশ কয়েক বছরের কেরিয়ার। গত ২ অক্টোবর, ২০২১-এ দাম্পত্য বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন সামান্থা এবং নাগা। বিচ্ছেদের ঘটনায় ট্রোল হতে হয়েছিল সামান্থাকেও। বিবাহবিচ্ছেদ এবং তার পরবর্তী ট্রোলিং প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার মনে হয় এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এটা নিয়ে যখন কথা বলার দরকার ছিল আমি বলেছি। কিন্তু সেটা বারবার করে বলার কোনও প্রয়োজন আছে বলে মনে করি না।”

আরও পড়ুন- Jacqueline Fernandez: সুকেশ-কাণ্ডে ফেঁসে একের পর এক কাজ হাতছাড়া হচ্ছে জ্যাকলিনের?

Next Article