নাওয়াজ উদ্দিন সিদ্দিকি, এক কথায় বলতে গেলে যাঁর অভিনয়ের দাপটে ভক্তমহল মুহূর্তে প্রসন্ন, প্রশংসার ঝড় বইতে থাকে সর্বত্র, সেই সেলেবের জীবনেই জড়িয়ে থাকা একাধিক অন্ধকার অধ্যায় তাঁকে তিলে তিলে কঠিন করে তুলেছে। কখনও গায়ের রঙ, কখনও আবার নেপোটিজমের স্বীকার, নানা সময় নানা ব্যক্তির মতামতকে গুরুত্ব দিতে দিতে বোধহয় তিনি ক্লান্ত। বর্তমানে বলিউডের স্বরূপটা তাঁর জানা। বর্তমানে এও জানা, যে প্রতিটা ধাপে ধাপে কীভাবে নিজেকে পাল্টে ফেলতে হয়, জানা হয়ে গিয়েছে, সমালোচনা ঠিক কতটা গ্রহণযোগ্য কতটা নয়।
ঠিক এভাবেই নাওয়াজ বর্তমানে নিজের সামনে থাকা বাস্তব ছবিটা স্পষ্ট করে দিয়েছিলেন তাঁর ওয়েব সিরিজ সেক্রেট গেম মুক্তির সময়। কে কি বলছেন, কতটা বলছেন, কেন বলছেন, নানা প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি উত্তর দিয়েছিলেন, তিনি আর এখন সকলের সমালোচনা গ্রহণ করেন না। তাঁর মত, সকলের সমালোচনা করার যোগ্যতা থাকে না। কারণ, যাঁরা সিনেমাটা বোঝে না, তাঁদের সমালোচনা করার কোনও অধিকারই নেই। যাঁরা তাঁর সমান বা তাঁর থেকে বেশি জ্ঞান রাখেন সিনেমা সম্পর্কে, তাঁদের সমালোচনা গ্রহণ করতে সব সময় রাজি রয়েছেন নাওয়াজ।
এখানেই শেষ নয়, তাঁর কথায় বর্তমানে প্রতিটা মানুষ সমান তালে সমালোচনা করে চলেছে। কিন্তু এটা ভাবে না সিনেমার গভীরতা ঠিক কতটা। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবে নাওয়াজ জানিয়েছিলেন, প্রতিটা মন্তব্য তাঁর কাছে গ্রহণযোগ্য নয়, তাই তাকে কেন্দ্র করে উত্তর দিতে, বা নিজের মতামত পোষণ করতেও তিনি বাধ্য নন। আর বর্তমানে এভাবেই নিজেকে সবরকমের ট্রোল থেকে বাঁচিয়ে রাখেন নাওয়াজ। একের পর এক ভাল কাজ তিনি উপহার দিয়েছেন বি-টাউনে। বর্তমানে হিরোপান্থি ২ ছবি ঘিরে উত্তেজনাক পারদ তুঙ্গে। সদ্য মুক্তি পেয়েছে টাইগার অভিনীত এই ছবির ট্রেলার।
আরও পড়ুন- Shocking News: বাস্তু মানেন সলমন! সেই কারণেই কি আজও অবিবাহিত তিনি! রহস্য ফাঁস করলেন নিজেই