বিদ্যার মতো শিল্পীরাই সিনেমাকে এগিয়ে নিয়ে যাবে: নীরজ কবি

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 21, 2021 | 8:48 PM

ফরেস্ট অফিসার বিদ্যা এই ছবির বেশিরভাগ দৃশ্যেই নো মেকআপ লুকে রয়েছেন। নীরজের চরিত্রটি এক পদস্থ কর্তার।

বিদ্যার মতো শিল্পীরাই সিনেমাকে এগিয়ে নিয়ে যাবে: নীরজ কবি
‘শেরনি’র দৃশ্যে বিদ্যা এবং নীরজ।

Follow Us

নীরজ কবি। অত্যন্ত শক্তিশালী অভিনেতা। ওয়েব সিরিজের বাড়বাড়ন্তের যুগে নীরজ এখন দর্শকের কাছে পরিচিত নাম। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘শেরনি’তে কাজ করেছেন নীরজ। ‘শেরনি’র মুখ্য ভূমিকায় রয়েছেন বিদ্যা বালন। বিদ্যার সঙ্গে এই কাজের জন্য অপেক্ষায় ছিলেন নীরজ।

নীরজের কথায়, “শকুন্তলা দেবীতে কাজ করার পর থেকেই ফের বিদ্যার সঙ্গে কাজের জন্য অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত সেটা হল”। ফরেস্ট অফিসার বিদ্যা এই ছবির বেশিরভাগ দৃশ্যেই নো মেকআপ লুকে রয়েছেন। নীরজের চরিত্রটি এক পদস্থ কর্তার। বন্যপ্রাণ সংরক্ষণে গোটা ডিপার্টমেন্টের একযোগে কাজ করার কথা। কিন্তু সর্ষের মধ্যেই কোথাও ভূত লুকিয়ে থাকার গল্প রয়েছে ‘শেরনি’তে।

নিজের চরিত্র সম্পর্কে নীরজ বলেন, “আমার চরিত্র মনে হয়েছে, ভিলেন নয়, দুমুখো মানুষ নয়। বরং উচ্চাকাঙ্খী। কাজের জায়গায় কোনও ইমোশন তার নেই।”

ফের একবার বিদ্যার ব্যবহারে মুগ্ধ নীরজ। তিনি জানিয়েছেন, শুটিংয়ে প্রত্যেক সহকর্মীকে সম্মান করেন অভিনেত্রী। নিজের প্রয়োজনে কখনও কাউকে অপেক্ষা করাননি বিদ্যা। সময়ের মূল্য দিতে তিনি জানেন। কখনও হোমওয়ার্ক ছাড়া নাকি সেটে যান না বিদ্যা। নীরজ মনে করেন, এমন শিল্পীরাও সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

আরও পড়ুন, শুটিং ফ্লোরে গেম খেলছেন তৃণা, তা দেখে মজার মন্তব্য কৌশিকের

Next Article