গণেশ গাইতোণ্ডের সংলাপে শুরু হল নেটফ্লিক্স ‘রে’ ট্রেলার!

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 08, 2021 | 12:39 PM

Ray Trailer: অভিনয়ে রয়েছেন মনোজ বাজপেয়ী, গজরাজ রাও, আলি ফজল, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস, কে কে মেনন, বিদিতা বাগ, দিব্যেন্দু ভট্টাচার্য, হর্ষবর্ধন কাপুর, রাধিকা মদন, চন্দন রায় সান্যাল, আকাঙক্ষা রঞ্জন কাপুর প্রমুখ।

Follow Us

—‘আমরা সবাই কী?’
—ঈশ্বরের মতোই তো আমরা।
—আমরাও তো সৃষ্টিকর্তা।
—জন্ম তো আমরাও দিই, ঠিক যেমন উনি দিয়েছিলেন।

ট্রেলার শুরুর কয়েকটা লাইন যেন নেটফ্লিক্স প্রযোজিত ‘রে’-এর প্রতি ঝোঁক আরও বাড়িয়ে দিল। শুনতে খানিকটা ‘সেক্রেড গেমস”-এর গণেশ গাইতোণ্ডের ডায়ালগের মতোও লাগছে।

পরিচালক, চিত্রনাট্যকার, ডকুমেন্টারি ফিল্ম মেকার, লেখক, প্রাবন্ধিক, গীতিকার, পত্রিকা সম্পাদক, চিত্রকর, ক্যালিগ্রাফার এবং সুরকার সত্যজিৎ রায়কে নিয়ে তিন পরিচালকের সিনেমা উদযাপন। অভিষেক চৌবে, ভাসান বালা এবং বঙ্গসন্তান সৃজিত মুখোপাধ্যায়। মনোজ বাজপেয়ী, আলি ফজল, কে কে মেনন এবং হর্ষবর্ধন কাপুর মতো ডাকসাইটে অভিনেতা রয়েছেন চার গল্পের মুখ্য চরিত্রে। ২ মিনিটি ৩৮ সেকেন্ডের ট্রেলারে প্রতিটি ঝলকে সাপসেন্সের মোড় আর তা বারবার উস্কে দিচ্ছেন চরিত্রগুলো।

 

ইউটিউবে টিজারের বিবরণীতে লেখা ছিল— ‘সত্যজিৎ রায়ের দূরদর্শীতায় বাঁধা, প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা এবং সত্যের চার গল্প’। অনসম্বল কাস্টিংয়ে সাজানো ‘রে’। রয়েছেন মনোজ বাজপেয়ী, গজরাজ রাও, আলি ফজল, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস, কে কে মেনন, বিদিতা বাগ, দিব্যেন্দু ভট্টাচার্য, হর্ষবর্ধন কাপুর, রাধিকা মদন, চন্দন রায় সান্যাল, আকাঙক্ষা রঞ্জন কাপুর প্রমুখ। প্রথম পর্বের নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’, পরিচালনায় অভিষেক চৌবে এবং অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী ও গজরাজ রাও। দ্বিতীয় এবং তৃতীয়টির পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। ‘ফরগেট মি নট’ এবং ‘বহুরূপিয়া’। ‘ফরগেট মি নট’-এ রয়েছেন আলি ফজল ও শ্বেতা বসু প্রসাদ। ‘বহুপ্রিয়া’-তে রয়েছেন কে কে মেনন এবং বিদিতা বাগ। চতুর্থ পর্বে রয়েছেন হর্ষবর্ধন কাপুর পরিচালনায় রয়েছেন ভাসান বালা। পর্বের নাম ‘স্পটলাইট’।

 

আরও পড়ুন অভিনয়ের ‘অ’ জানে না! ভাইজানকে ‘বলিউডের গুন্ডা’ বললেন কেআরকে

—‘আমরা সবাই কী?’
—ঈশ্বরের মতোই তো আমরা।
—আমরাও তো সৃষ্টিকর্তা।
—জন্ম তো আমরাও দিই, ঠিক যেমন উনি দিয়েছিলেন।

ট্রেলার শুরুর কয়েকটা লাইন যেন নেটফ্লিক্স প্রযোজিত ‘রে’-এর প্রতি ঝোঁক আরও বাড়িয়ে দিল। শুনতে খানিকটা ‘সেক্রেড গেমস”-এর গণেশ গাইতোণ্ডের ডায়ালগের মতোও লাগছে।

পরিচালক, চিত্রনাট্যকার, ডকুমেন্টারি ফিল্ম মেকার, লেখক, প্রাবন্ধিক, গীতিকার, পত্রিকা সম্পাদক, চিত্রকর, ক্যালিগ্রাফার এবং সুরকার সত্যজিৎ রায়কে নিয়ে তিন পরিচালকের সিনেমা উদযাপন। অভিষেক চৌবে, ভাসান বালা এবং বঙ্গসন্তান সৃজিত মুখোপাধ্যায়। মনোজ বাজপেয়ী, আলি ফজল, কে কে মেনন এবং হর্ষবর্ধন কাপুর মতো ডাকসাইটে অভিনেতা রয়েছেন চার গল্পের মুখ্য চরিত্রে। ২ মিনিটি ৩৮ সেকেন্ডের ট্রেলারে প্রতিটি ঝলকে সাপসেন্সের মোড় আর তা বারবার উস্কে দিচ্ছেন চরিত্রগুলো।

 

ইউটিউবে টিজারের বিবরণীতে লেখা ছিল— ‘সত্যজিৎ রায়ের দূরদর্শীতায় বাঁধা, প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা এবং সত্যের চার গল্প’। অনসম্বল কাস্টিংয়ে সাজানো ‘রে’। রয়েছেন মনোজ বাজপেয়ী, গজরাজ রাও, আলি ফজল, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস, কে কে মেনন, বিদিতা বাগ, দিব্যেন্দু ভট্টাচার্য, হর্ষবর্ধন কাপুর, রাধিকা মদন, চন্দন রায় সান্যাল, আকাঙক্ষা রঞ্জন কাপুর প্রমুখ। প্রথম পর্বের নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’, পরিচালনায় অভিষেক চৌবে এবং অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী ও গজরাজ রাও। দ্বিতীয় এবং তৃতীয়টির পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। ‘ফরগেট মি নট’ এবং ‘বহুরূপিয়া’। ‘ফরগেট মি নট’-এ রয়েছেন আলি ফজল ও শ্বেতা বসু প্রসাদ। ‘বহুপ্রিয়া’-তে রয়েছেন কে কে মেনন এবং বিদিতা বাগ। চতুর্থ পর্বে রয়েছেন হর্ষবর্ধন কাপুর পরিচালনায় রয়েছেন ভাসান বালা। পর্বের নাম ‘স্পটলাইট’।

 

আরও পড়ুন অভিনয়ের ‘অ’ জানে না! ভাইজানকে ‘বলিউডের গুন্ডা’ বললেন কেআরকে

Next Article