অভিনয়ের ‘অ’ জানে না! ভাইজানকে ‘বলিউডের গুন্ডা’ বললেন কেআরকে

"১০০-২০০ কোটি টাকার ক্ষতি না ওয়া পর্যন্ত একজন বড় মানুষ তখন গাঁইগুই করবে না। এই বেচারারও তা-ই হল।"

অভিনয়ের 'অ' জানে না! ভাইজানকে 'বলিউডের গুন্ডা' বললেন কেআরকে
কমল আর খান এবং সলমন খান।
Follow Us:
| Updated on: Jun 08, 2021 | 11:47 AM

কেআরকের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতের দ্বারস্থ অভিনেতা সলমন খান। অভিযোগ আদালতে মুচলেকা দেওয়া সত্ত্বেও সলমনের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা থেকে থামছেন না কামাল রশিদ খান। অবিলম্বে তার বিরুদ্ধে আদালত অবমননার দায়ে ব্যবস্থা নেওয়া হোক, দাবি সলমনের।

আরও পড়ুন শ্রাবন্তীর সঙ্গেই থাকতে চাই, আদালতে জানালেন রোশন

মে মাসের ২৫ তারিখ কেআরকে-কে আইনি নোটিশ পাঠান সলমন। স্বঘোষিত ফিল্ম সমালোচক জানতে পারেন সলমন খান তাঁর নামে মানহানির মামলা ঠুকেছেন। কেআরকের দাবি রাধে ছবির সমালোচনায় রিভিউ ভিডিয়ো পোস্ট করার জেরে সলমন তাঁর বদলা নিচ্ছেন।

সম্প্রতি কেআরকে তাঁর নতুন টুইটে আরও এক হাত নিলেন ভাইজানকে। লিখলেন, ‘বলিউডেক গুন্ডা ভাইয়ের দুঃখ আর দেখতে পারছি না! একজন একলা সমালোচক এই বেচারার গোটা কেরিয়ার শেষ করে দিল! কিন্তু কেরিয়ার তো ছিলই না। অ্যাক্টিংয়ের এ জানে না! জোর করে স্টার বনেছিল! ব্যস, আমায় শুধু মানুষদের এটা বলতে হত. একটু টাইম লেগে গেল। সত্যমেব জয়তে’।

আরও একটি টুইটে বিদ্ধ করেন সলমনকে, লেখেন, ‘যদি তুমি আশা করো তোমার ছবি ৫০০ কোটি টাকার ব্যবসা করবে আর গোটা বিশ্বের শুধুমাত্র একজন সমালোচক ১০-১৫ কোটি টাকায় শেষ করে দেয়, তাহলে স্বাভাবিক যে তুমি উন্মাদ হয়ে উঠবে। ১০০-২০০ কোটি টাকার ক্ষতি না ওয়া পর্যন্ত একজন বড় মানুষ তখন গাঁইগুই করবে না। এই বেচারারও তা-ই হল।’