করণের শো মানেই সেলেবদের নিয়ে কেচ্ছা-কেলেঙ্কারি, এই বদনাম প্রথম থেকেই পেয়েছেন করণ জোহর। গপিসের উৎস নাকি তিনিই। একবার কপিল শর্মা শো-তে এসে এই কথা জানিয়েছিলেন খোদ করিনা কাপুর। করণের কথায় ঘুম চোখ খুলেই করিনার প্রথম প্রশ্ন করে বসেন, আজ বি-টাউনের অন্দরমহলে ঠিক কী কী ঘটেছে। আর সব খবর পাওয়ার পর নাকি তিনি সঠিক তথ্য জন্য ফোন করেন করণকে। বলিউডে সকলের সঙ্গে কম বেশি করণের ভালই সম্পর্ক রয়েছে। তাই খোলামেলা প্রশ্ন করতে তিনি দুবার ভাবেন না। তবে একবার করণ জোহর নিজের স্বীকার করে নিয়েছিলেন যে তাঁর এই ভয়ানক ব়্যাপিট ফায়ার রাউন্ডের পর তিনি বারে বারে সমস্যার মুখে পড়েছেন।
তাঁর শো ব্যান হয়ে যেতে পারে, এমনটাও তিনি ভেবেছেন। কারণ একটাই সেলেবেদের বেফাঁস মন্তব্য। কঙ্গনা রানাওয়াত নিজেই একবার সমস্যার মুখে ফেলে দিয়েছিলেন করণকে। বলিউড নিয়ে একাধিক মন্তব্যের জেরে রীতিমত অস্বস্তিতে পড়তে হয়েছিল করণ জোহরকে। এমন কি সমস্যার জল এতদূর গড়িয়েছিল যে খোদ করণই বুঝে উঠতে পারেননি ঠিক কীভাবে তিনি প্রতিক্রিয়া দেবেন। করণের কথায় তিনি চান না কোনও বিতর্কে তাঁর শো ঢুকে পরুক। তবে অতীতে এমন একাধিকবার দেখা গিয়েছে। করণ রানাওয়াত তাঁর এপিসোডকে সার্জিক্যাল স্ট্রাইক বলে জানিয়েছিলেন।
কঙ্গনা শো-তে জানিয়েছিলেন, তিনি চান যে তাঁর বায়োপিকে করণ জোহর থাকবেন। তাঁকে একটি চরিত্র দেওয়া হবে। কঙ্গনা আরও ভেঙে বুঝিয়ে দেন, তাঁর কথায় বলিউডের মাথা যাঁরা হয়, যাঁদের কাছে সব খবর থাকে, এক কথায় বলতে গেলে বলিউড মাফিয়া, সেই চরিত্রটি যেন খোদ করণই করেন। এই কথায় সেই মুহূর্তে তেমন কোনও প্রতিক্রিয়া না থাকলেও পরবর্তীতে রীতিমত সমালোচনার মুখে পড়েছিলেন করণ জোহর। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল এই এপিসোড।