করণ জোহরের শো’য়ে প্রিয় বন্ধু সারা আলি খানের সঙ্গে হাজির হয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। সেই শো’য়েই জাহ্নবীর উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন করণ। বাদ যাননি সারাও। কখনও প্রাক্তনদের নাম ফাঁস আবার কখনও যৌনজীবন নিয়েই খুল্লামখুল্লা প্রশ্ন রেখেছিলেন করণ। জাহ্নবী কী উত্তর দিলেন? করণ জাহ্নবীকে জিজ্ঞাসা করেন, তিনি কোনওদিন তাঁর কোনও প্রাক্তন প্রেমিকের সঙ্গে সঙ্গমে লিপ্ত হবেন কি? অভিনেত্রী উত্তর খুব একটা অবাক করবে না আপনাকে।
তাঁর উত্তর, “না, আর যাই হোক পিছনে ফিরে যেতে পারব না”। ওই শো’য়েই করণ ফাঁস করেন দেন সারা ও জাহ্নবী একই বাড়ির দুই ভাইয়ের সঙ্গে প্রেম করেছেন। যদিও নাম তিনি নেননি। তবে আন্দাজ করা যায় করণের নিশানায় পাহাড়িয়া ভাই। শিখর পাহাড়িয়া ও বীর পাহাড়িয়ার সঙ্গেই টিনএজে সম্পর্কে ছিলেন জাহ্নবী ও সারা। জাহ্নবীর সঙ্গে শিখরের ও সারার সঙ্গে বীরের ছবিও ভাইরাল হয়েছিল। সারা এর আগে বীরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন এক সাক্ষাৎকারে। কিন্তু জাহ্নবী কখনও শিখরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। তাই করণের ওই কথায় বেজায় অস্বস্তিতে পড়ে যান তিনি।
এখানেই কিন্তু শেষ নয়, এই শো’য়ে এসেই সারা জানান, এই মুহূর্তে তাঁর পছন্দের পুরুষ দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা যিনি খুব শীঘ্রই ‘লাইগার’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন। এর আগে করণের এই শো’য়ে এসেই সারা জানিয়েছিলেন কার্তিক আরিয়ানের প্রতি তাঁর ভালবাসার কথা। পরবর্তীতে কার্তিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। যদিও সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। এবারেও এমনটা হবে কিনা, তা জানতে মুখিয়ে সারার অনুরাগীরা।\