Sushmita Sen: একটা টুইট, পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড়, এবার একটু শান্তির খোঁজে বিশ্বসুন্দরী সুস্মিতা

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jul 16, 2022 | 9:51 PM

Sushmita Sen: শুক্রবার সারাদিন এই নিয়ে চলেছে জল্পনা। কবে বিয়ে করছেন দুইজনে। দুই পরিবারের কাছেও স্বভাবতই উড়ে গিয়েছে প্রশ্ন।

Sushmita Sen: একটা টুইট, পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড়, এবার একটু শান্তির খোঁজে বিশ্বসুন্দরী সুস্মিতা
সুস্মিতা সেন

Follow Us

বৃহস্পতিবার ভারতের প্রাক্তন আইপিলএল কর্মকর্তা ললিত মোদী একটি টুইট করেন। আর সেই টুইট হতবাক করে দেয় সকলকে। ললিত নিজের টুইটের বক্তব্যের প্রমাণস্বরূপ বেশ কিছু ঘনিষ্ট ছবিও পোস্ট করেন। কী ছিল তাঁরল টুইটে? তিনি নতুন জীবন শুরু করেছেন তাঁর ‘বেটার হাফ’ সুস্মিতা সেনের সঙ্গে। মালদ্বীপ আর সারডিনিয়া ঘুরে লন্ডনে ফিরে এই পোস্ট করেন ললিত। প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেননি এমন কিছু হতে পারে বলে। তবে সোশ্যাল মিডিয়াতে যত ছবিগুলো ভাইরাল হয়েছে, ততই শুরু হয়েছে কুটুক্তি কিছু নেটিজ়েনদের তরফ থেকে। ট্রোলড তো হয়েছেনই সুস্মিতা, সঙ্গে মিম তৈরি হতেও সময় নেয়নি।

প্রথমে ললিতের টুইট দেখে মনে হয় তাঁরা বিয়ে করেছেন, তবে পরের টুইটে ললিত অবশ্য জানান, বিয়ে নয় আপাতত ডেটিং করছেন। তবে বিয়ে শুধু সময়ের অপেক্ষা।

শুক্রবার সারাদিন এই নিয়ে চলেছে জল্পনা। কবে বিয়ে করছেন দুইজনে। দুই পরিবারের কাছেও স্বভাবতই উড়ে গিয়েছে প্রশ্ন। সুস্মিতার বাবা সুবীর সেন এবং ভাই রাজীব জানিয়েছেন তাঁরা এই বিষয়ে কিছুই জানেন না। অন্যদিকে ললিতের ছেলে রুচির জানিয়েছিলেন বাবা জীবন, তাঁর সিদ্ধান্ত। এই নিয়ে তিনি কিছু মন্তব্য করতে চান না। সুস্মিতার প্রাক্তন প্রেমিক রোহমান শল পাশে দাঁড়ান তাঁর।

কিন্তু সবকিছুর পর তিনি সুস্মিতা সেন। সারাজীবন চলেছেন নিজের নিয়মে। সারা দিন পর তিনি দুই মেয়ে রেনে এবং আলিশার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, “আমি খুব খুশি রয়েছি। বিয়ে করিনি, কোনও আংটিও নেই, নিঃশর্ত ভালবাসায় ঘিরে রয়েছি। যথেষ্ট স্পষ্টীকরণ হয়েছে। এবার সকলে নিজেদের জীবনের কাজে ফের। সকলকে ভালবাসা। দুগ্গা দুগ্গা”।

আজ আবার একটি ইনস্টা পোস্ট দিয়েছেন সুস্মিতা। সমুদ্রের শান্ত আবহাওয়াতে সাদা পোশাকে দাঁড়িয়ে তিনি। সেই ছবি তুলে দিয়েছেন মেয়ে আলিশা। ললিত যে ছবি ভাগ করেছিলেন, সেখানেও ছিল সমুদ্র। তিনিও সমুদ্র তটে। ছবির সঙ্গে ক্যাপশন দিয়েছেন ‘আহ প্রশান্তি এবং কোলাহল থেকে দূরে। সত্যিআশীর্বাদ’। এর অর্থ কী? একজন ভক্ত প্রশ্নও করেছেন তাঁর এই পোস্টে, লিখেছেন, “আশা আপনার বিয়ে বা ডেটিং নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা ঠিক নয়!” প্রশ্ন এখন রয়েছে অনেকের মনে। তবে সত্যিটা তো সময়ই বলবে।

 

 

Next Article