Chhath Puja 2022: ছট পুজো মানেই নতুন জামা আর বাড়ি পরিষ্কার: পঙ্কজ ত্রিপাঠি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 30, 2022 | 4:54 PM

Pankaj Tripathi: সে সময় কিনে জামা পরার চল ছিল না। তাঁর গ্রামের বাড়িতে তো নয়ই। অগত্যা ভরসা দর্জি।

Chhath Puja 2022: ছট পুজো মানেই নতুন জামা আর বাড়ি পরিষ্কার: পঙ্কজ ত্রিপাঠি
পঙ্কজ ত্রিপাঠি

Follow Us

বিহারের বেলাসন্দ গ্রাম, সেই গ্রামের বড় হয়ে ওঠা ওটিটির রাজা পঙ্কজের। ছট পুজো তাঁর কাছে বরাবরই স্পেশ্যাল। ছোটবেলার স্মৃতি, নতুন জামা, আর একরাশ উন্মাদনা– স্মৃতি ভাগ করে নিলেন অভিনেতা। এই উৎসবে সূর্যদেবের পুজো করা হয়। তিনি জানান, এই পৃথিবীর বেঁচে থাকার জন্য দরকার আলো ও জল। আর এই পুজোর মধ্যে দিয়েই যেন পড়ানো হয় কিছু সহজ শিক্ষার পাঠ। পৃথিবীকে যত্ন করা, পৃথিবীর সম্পদের প্রতি দরদী হয়ে ওঠার বার্তাই যেন দেয় এই পুজো। এখন জুহুর তীরে বড় করে পালিত ছট পুজোয় অংশ নেন তিনি। তবে ছোটবেলায় গ্রামের বাড়িতে তাঁর সেলিব্রেশন ছিল একেবারেই অন্যরকম। বাড়িতে বাড়িতে গিয়ে সদ্য ওঠা ধান বিনিময়, গাছের ফল নিয়ে প্রতিবেশীদের বিলিয়ে দেওয়া– সে এক এলাহি আয়োজন। এখানেই কি শেষ? অপেক্ষা করতেন নতুন জামার জন্য। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মানুষটির কাছে এই সময়টাই তো ছিল নতুন জামা পাওয়ার একমাত্র সময়। বাড়ি ঘরদোর পরিষ্কার করা হত এই সময়। তিনিও হাত গুটিয়ে বসে থাকতেন না। ছোট ছোট হাতে লাগত ধুলোবালি। তাতে কী? বাড়ির লোকেদের সাহায্য যে করতেই হবে।

সে সময় কিনে জামা পরার চল ছিল না। তাঁর গ্রামের বাড়িতে তো নয়ই। অগত্যা ভরসা দর্জি। তার হাতে বানানো নতুন জামা পরেই পুজোর শরীক হতেন তিনি। নাট্যচর্চা চল ছিল গ্রামের বাড়িতে। পাড়ায় পাড়ায় হতো অনুষ্ঠান। পাড়ার নাটকে অংশ নিতেন তিনি। মঞ্চ কাঁপাতেন সেই কোন ছোটবেলা থেকেই। বলা যেতে পারে, এই পুজোই যেন তাঁর মধ্যে বপন করে দিয়েছিল অভিনেতা হওয়ার খিদে। চিনতে শিখিয়েছিল এই সময়ের এক উজ্জ্বল অভিনেতাকে।

ওটিটি যেন আলাদা দিগন্তই খুলে দিয়েছে অভিনেতাকে। একের পর এক সিরিজে তিনি হিট। তাঁর অভিনয়ের গুণগ্রাহী গোটা বিশ্বজুড়েই। তাই হাতে প্রজেক্টও রয়েছে পরপর। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘ক্রিমিনাল জাস্টিস’-এ। আগামীতে দেখা যাবে ‘ওহ মাই গড’ ছবিতেও। এ ছাড়াও মির্জাপুর ৩-ও মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই।

Next Article