জীবনে নতুন চ্যালেঞ্জ নিতে সব সময়ই ভালবাসেন বিজয় দেবেরাকোন্ডা। সে সিনেমাই হোক কিংবা ব্যক্তি জীবনে। জাতীয় ক্রাশ বলা হয় তাঁকে। এবার তিনি এমন একটি কাজ করেছেন এবং ইউটিউবে এমন একটি ভিডিয়ো আপলোড করেছেন, যা দেখে অনেক মানুষের মন গলে জল হয়ে গিয়েছে। উরি, বারামুল্লা, জম্মু এবং কাশ্মীরের ভারতীয় জওয়ানদের সঙ্গে দেখা করলেন বিজয়। তাঁদের সঙ্গে কাটালেন একটা গোটা দিন। সাক্ষাৎ এবং স্মৃতির ভিডিয়োর নাম দেওয়া হয়েছে ‘খুদা কে বন্দে’। ক্যাপশনে বিজয় লিখেছেন, “আমি আমার ইউনিটকে তিনি। তাঁরা ‘খুদা কে বন্দে’। আমি আপনাদের প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করি। সারাজীবন সুস্থ নিয়ে বাঁচুন আপনারা।”
জওয়ানরাও ‘অর্জুন রেড্ডি’, ‘লাইগার’-এর স্টারকে তাঁদের সঙ্গে পেয়ে দারুণ খুশি হয়েছেন। বিজয় যাওয়ার পর দারুণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেনা ঘাঁটিতে। মঞ্চে উঠে নিজের বক্তব্য রাখার সময় বিজয় বলেছিলেন, “আমি আশা করি, কোনও যুদ্ধ হবে না আর। আমি কামনা করি আপনাদের কাউকেই যেন মৃত্যুর মুখে পড়তে না হয়। আপনাদের প্রত্যেকে দীর্ঘায়ু কামনা করি আমি। আপনারা অনেকদিন বাঁচুন। প্রত্যেকে বাঁচুন ১০০ বছর। আপনাদের পরিবার, সন্তানদের মুখে হাসি লেগে থাকুন সারাজীবন। আমরা ভারতবাসীরা আপনাদের জন্য অত্যন্ত গর্বিত।”
তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’তে অভিনয় করে লাইমলাইটে এসেছেন বিজয়। অনেকেই মনে করেন, ছবির হিন্দি রিমেক ‘কবীর সিং’ তৈরি না হলে নাকি বিজয়ের এই ছবি প্রকাশ্যে প্রশংসিত হত না। এর পর বিজয় লাইমলাইটে এসেছেন ‘লাইগার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য। এটাই তাঁর প্রথম বলিউড ছবি। তবে ছবিটি বক্স অফিসে ভাল ফল করতে পারেনি বলে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। অবসাদ কাটাতে মালদ্বীপের ভ্রমণও করে এসেছেন তিনি।