ম্যাগাজিনের শুটের জন্য নগ্ন হয়েছেন রণবীর সিং। তাঁর খোলা শরীর নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সেলেব মহলে এখন জোর চর্চা। অভিনেত্রী ও যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, রণবীর মতো নগ্ন যদি কোনও মহিলা হতেন তাঁকে নিয়েও কি এত হইচই হতো নাকি তাঁকে করা হত ‘স্লাট শেমিং’? এরই মধ্যে রণবীরের এই নগ্ন হওয়া নিয়ে রাখি সাওয়ান্ত যা বললেন তা শুনলে আপনি হাসি চেপে রাখতে পারবেন না।
রণবীরের নগ্ন হওয়া নিয়ে প্রশ্ন করতেই তাঁর উত্তর, “রণবীর আমার বন্ধু। ওঁকে নিয়ে কেউ কিছু বলবে না।” এর পরেই যোগ করেন, “লন্ডন-আমেরিকায় এত গরম। দুবাইয়েও কত গরম। এসি চলছে না। আমার বন্ধু রণবীর পোশাক খুলে স্নানে গিয়েছিল। দুটো বাঁদর এসে ওঁর পোশাক নিয়ে পালিয়ে যায়। রণবীরের কী দোষ বল তো?” রাখীর এই কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি পাশে দাঁড়ানো আদিলও। বয়ফ্রেন্ড আদিলের উত্তর, “তুমি একটা পাক্কা কমেডিয়ান”।
রাখি মজা করলেও আপাতত রণবীরের এই অবতারে হাওয়া গরম চতুর্দিকেই। কেউ করেছেন সমালোচনা আবার কেউ বা শৈল্পিকতার দিকে তুলে এনে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। স্ত্রী দীপিকা পাড়ুকোনেরও বরের এই রূপে অস্বস্তি নয় বরং হয়েছে গর্বই। তবে রণবীর একাই যে এমন শুট প্রথম বার বলিউডে করেছেন এমনটা নয়। শক্তি কাপুর থেকে শুরু করে জ্যাকি শ্রফ, অনিল কাপুরকে দেখা গিয়েছে কখনও নগ্ন আবার কখনও বা অর্ধনগ্ন রূপে। রণবীরের শেষ ছবি ‘জয়েস ভাই জোরদার’ বক্স অফিসে হিট হয়নি। তিনি আপাতত অপেক্ষায় আলিয়া ভাটের সঙ্গে অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মুক্তির। এর মধ্যে তাঁকে নিয়ে এই আলোচনা নেহাত যে মন্দ লাগছে না তাঁর জানিয়েছেন নিজেই।