করণ জোহর শো মানেই একাধিক বিতর্ক বর্তমান, এমনটাই মত কফি উইথ করণের একাংশ ভক্তদের। করণ জোহরের শো-তে বিভিন্ন সেলেবদের নিয়ে বিভিন্ন মন্তব্য বারে বারে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। সামান্থা প্রভুর সঙ্গে আড্ডার আসরেই এবার করণ জোহর নয়নতারার ভক্তদের বেজায় চটিয়ে ফেললেন। দক্ষিণের মধ্যে সব থেকে জনপ্রিয় অভিনেত্রী কে! প্রশ্ন করেন করণ জোহর সামান্থাকে। এরপর সামান্থা জানান, তিনি একটা ছবি করেছেন নয়নতারার সঙ্গে।
এরপরই বিস্ফোরক করণের গলায় ব্যঙ্গের সুর, নয়নতারা নামটা নাকি তাঁর লিস্টেই ছিল না। এই মস্তব্য শুনে বেজায় মেজাজ হারায় নয়নতারার ভক্তরা। তারা স্পষ্ট একের পর এক উদাহরণ তুলে সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় করণ জোহরকে আক্রমণ করতে থাকেন। সদ্য গুড লাক জেরি ছবি নিয়ে নানা খবর সামনে উঠে আসছে, নয়নের ভক্তরা স্পষ্ট প্রশ্ন তুললেন, এই ছবি নয়নতারার ছবিরই রিমেক। দক্ষিণে নয়নতারার ঠিক কতটা চাহিদা তা বলিউডের স্টারকিডরা স্বপ্নেও ভাবতে পারবেন না। এখানেই শেষ নয়, একের পর এক পোস্টে উঠে আসে আরও প্রসঙ্গ।
সামান্থা ইঙ্গিত নির্ভুল। দক্ষিণের প্রিয়াঙ্কা চোপড়া বললেন নয়নতারাকে খুব ভুল বলা হবে না। তাই নয়নতারাকে নিয়ে এভাবে মন্তব্য করায় এবার সোশ্যাল মিডিয়ায় কোপের শিকার করণ জোহর। অতীতেও তিনি একাধিকবার সেলেদের নিয়ে ভুল মন্তব্য করে বা গসিপ করে ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। একাধিকবার বিতর্কের শিকারও হয়েছেন তিনি। নয়নতারাকে বলিউডে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। পাঠান ছবির মধ্যে দিয়ে দর্শকেরা পেতে চলেছে তাঁকে।