কফি উইথ করণ চ্যাট শো নিয়ে নানা জনের নানা মত। কোনও সেলেবকে বারে বারে এই শো-এর অংশ হতে দেখা যায়, কেউ কেউ আবার মুখ ফিরিয়েছেন করণের থেকে। কোনও কোনও ক্ষেত্রে আবার করণকেও সেলেবদের থেকে মুখ ফেরাতে দেখা যায়। গোবিন্দা এর মধ্যে কোন খাতে পরেন! সদ্য কফি উইথ করণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ঝড় তুঙ্গে। একের পর এক সেলেবকে নিয়ে করণের আড্ডার আসর ভাইরাল। সেই শো-তে কি ডাক পেলে গোবিন্দাও আসতে পারেন! ২০১৭ সালে এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে গোবিন্দা করণের মধ্যে সম্পর্কের ফাটল সকলের চোখে ধরা দিয়েছিল।
সম্প্রতি সেই করণ প্রসঙ্গেই গোবিন্দা জানান- ”আমায় আগে ডাকতে হবে। এটা তাঁর কাছে সম্মানের যদি তিনি গোবিন্দাকে ডাকেন। কিন্তু তিনি বরুণ ধাওয়ানের ছবি রিলিজ় করিয়েছিলেন আমার ছবি মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায়। করণ দেখায় ও খুব নিরিহ, তবে ডেভিড ধাওয়ানের থেকেও তিনি বেশি হিংসুটে ও ভয়ঙ্কর।” এখানেই শেষ নয়, গোবিন্দা আরও জানান, ”গত ৩০ বছরে করণ কখনই তাঁকে ডাকেননি। করণের গসিপের অংশ যাঁরা নন, তাঁদের করণ ডাকেন না। আমার মনে হয়, করণ এতটাও ভাল মনের মানুষ নন। এটা আমার খুব একটা সহজ বলে মনে হয়নি যে আমার ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যেই ওর ছবি (বদ্রীনাথ কি দুলহনিয়া) মুক্তি পায়। করণকে আমার কখনই সহজ বলে মনে হয়নি।”
কেবল গোবিন্দাই নন, করণের তালিকায় রয়েছেন এমন বহু স্টার যাঁদের সঙ্গে করণের খুব একটা সমীকরণ মধুর নয়। করণ জোহর বরাবরই বি-টাউনের অন্দরমহলে চর্চিত। একাধিকবার তাঁকে নিয়ে একাধিক জল্পনার উদয় হতে দেখা যায়। গোবিন্দার সঙ্গে তাঁর রসায়ণ যে খুব একটা মধুর নয়, তার ইঙ্গিত অতীতে মিলেছে একাধিকবার। তাই পুরোনো স্মৃতি উগরে আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন খোদ গোবিন্দাই।