Ranbir Kapoor: কাপুর পরিবারে তিনিই প্রথম ১০-পাশ, মাধ্যমিকে কত নম্বর পান রণবীর?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 10, 2022 | 2:17 PM

Ranbir Kapoor: প্রজন্মের পর প্রজন্ম কাপুর পরিবার সেলিব্রিটি তৈরি করলেও ওই পরিবারে পড়াশোনায় কেউই কোনওদিন ভাল ছিলেন না।

Ranbir Kapoor: কাপুর পরিবারে তিনিই প্রথম ১০-পাশ, মাধ্যমিকে কত নম্বর পান রণবীর?
রণবীর কাপুর।

Follow Us

কাপুর পরিবারের ঐতিহ্যর কথা সকলেরই জানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কাপুর পরিবারের অন্দরের কিছু তথ্য ফাঁস করেছেন রণবীর কাপুর। জানিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম কাপুর পরিবার সেলিব্রিটি তৈরি করলেও ওই পরিবারে পড়াশোনায় কেউই কোনওদিন ভাল ছিলেন না। তাই তাঁর দশম শ্রেণীর ফলাফল বের হওয়ার পর আনন্দে ফেটে পড়েছিল গোটা পরিবার। ফলাফল? নেহাতই সাধারণ। তবু রণবীরের দাবি, এর আগে কাপুর পরিবারের কেউই দশ ক্লাস পাশ করতে না পারার জন্যই রণবীরের ওই সাধারণ রেজাল্টেও পুরো পরিবার মেতে উঠেছিল পার্টির মেজাজে।

কত পেয়েছিলেন রণবীর? সম্প্রতি ডলি সিংকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন ছাত্র হিসেবে তিনিও বেশ খারাপ ছিলেন। পেয়েছিলেন মাত্র ৫৩.৪%। এর আগে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর মুখ খুলেছিলেন তাঁর পরিবারের শিক্ষার ইতিহাস নিয়ে। রণবীর বলেছিলেন, “আমার পরিবারের ইতিহাস খুব একটা ভাল নয়। আমার বাবা অষ্টম শ্রেণীতে ফেল করে। আমার দাদু ষষ্ঠ শ্রেণী আর কাকা নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন”। জানিয়েছিলেন, তাঁর পরিবারে তিনিই সবচেয়ে শিক্ষিত। স্কুল পাশ করার পর অভিনয় নিয়ে বিদেশে পড়তে গিয়েছিলেন রণবীর। সাল ২০০৭। এর পরেই দেশে ফিরে সঞ্জয় লীলা ভন্সালীর ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর।

প্রথম ছবি ‘সাওয়ারিয়া’ ফ্লপ হয়েছিল। যদিও রণবীরের মিষ্টি লুক পছন্দ হয়েছিল সকলেরই। তাঁকে বসে থাকতে হয়নি। একের পর এক অফার পেতে শুরু করেন রণবীর। এরই মধ্যে তাঁর ব্যক্তিগত জীবনও উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কখনও দীপিকা আবার কখনও বা ক্যাটরিনার সঙ্গে নাম জড়ায় তাঁর। যদিও এই বছরের এপ্রিলে আলিয়া ভাটকে বিয়ে করেন রণবীর। খুব শীঘ্রই বাবাও হতে চলেছেন তিনি।

Next Article