গোপন কথাটি আর রয়নি গোপনে… সারা আলি খানের ব্যক্তিগত কথা সংবাদমাধ্যমের সামনেই ফাঁস করে দিয়েছেন করণ জোহর। আর তাতেই নাকি বেজায় মন খারাপ সারার, হয়েছেন অসন্তুষ্টও, জানাচ্ছে তাঁরই ঘনিষ্ঠ মহল। কী বলে দিয়েছেন করণ?
দিন কয়েক আগেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, করণ বলেন তাঁর শো ‘কফি উইদ করণ’ থেকেই বহু সম্পর্কের সূত্রপাত হয়েছে। ভিকি-ক্যাটরিনা থেকে শুরু করে রণবীর-আলিয়া। এমনকি সারা ও কার্তিকের গোপন প্রেমের কথাও মুখ ফসকে বেরিয়ে পড়ে তাঁর। যদিও সূত্র জানাচ্ছে সারা ও কার্তিকের বিচ্ছেদ হয়ে গিয়েছে, কিন্তু প্রেম যে ছিল সে কথাও করণই বলে দেন সংবাদমাধ্যমকে।
সূত্র বলছে, ব্যক্তিগত জীবন এভাবে উজাড় করে দেওয়ায় মন খারাপ সারার। তিনি নাকি চান না ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক। কাজের পরিবর্তে লোকে তাঁর প্রেমজীবন নিয়ে আলোচনা করুক, তা নাকি একেবারেই পছন্দ ছিল না তাঁর। সূত্র আরও বলছে, “এমনটা নয় যে ভবিষ্যতে করণের সঙ্গে আর কথা বলবেন না সারা। সইফ আর করিনার কারণে সারার সঙ্গে করণের সম্পর্ক বেশ ভালই। কিন্তু নিজের ব্যাপারে এখনই কাউকে কিছু বলতে নারাজ তিনি”। কফি উইদ করণের এই সিজনে হাজির হবেন সারাও। সেখানে কার্তিকের নাম না করেই তাঁকে একহাত নিতেও দেখা যায় অভিনেত্রীকে। কার্তিকের উদ্দেশে কার্যত কটাক্ষ করে সারা বলেন, “ও সবার প্রাক্তন”। প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিতে পা দিয়েই সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সারা। যদিও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।