এই মাসেই বিয়ে করতে চলেছেন বলিপাড়ার ‘আন্ডাররেটেড’ অভিনেতা রণদীপ হুডা। এ খবর আগেই প্রকাশ পেয়েছিল। জানা গিয়েছিল পাত্রী লিন লাইশরামকে বিয়ে করবেন তিনি। অবশেষে সেই খবরে মান্যতা দিলেন রণদীপ নিজেও। শুধু কি তাই? টেনে আনলেন মহাভারতের সূত্রও। লাইশরাম মণিপুরের মেয়ে। মেইতেই জাতির অন্তর্ভুক্ত তিনি। যদি মহাকাব্যের অন্দরে ঢুঁ দেওয়া যায় তবে দেখা যাবে মহাভারতে অর্জুন বিয়ে করেছিলেন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। নাই বা থাকুক রাজা, নাই থাকুক তাঁর রাজ্যপাট, উত্তরের রণদীপ বিয়ে করতে চলেছেন তাঁর স্বপ্নের মণিপুরি কন্যেকেই।
বিয়ের চিঠিতে সেই কথাই শেয়ার করে তিনি লিখেছেন, “যেখানে অর্জুন চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন সেখানেই বিয়ে করছি আমরা… ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি, মণিপুরের ইম্পফলে আমাদের বিয়ে হবে। আর রিসেপশন হবে মুম্বইয়ে। সবার ভালবাসা আর আশীর্বাদ চাই। অনেক ভালবাসাসহ লিন ও রণদীপ।” কোনওদিনই নিজেদের সম্পর্ককে জাহির করেননি। বহু বছর ধরেই ছিলেন ভালবাসায়, কিন্তু তা রেখেছিলেন গোপনেই। ২০২১ সালে একসঙ্গে ছবি দিয়েছিলেন ঠিকই, কিন্তু ভালবাসার কথা ছিল না তাতে। তবে প্রেম যে বাড়ছিল অগোচরে সে আভাস মিলছিল ঠিকই। অবশেষে গুঞ্জনকে সত্যি করে এক হচ্ছেন ওঁরা। ওঁদেরকে শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ থেকে বলিপাড়ার চেনা তারকারা।