Rohit Shetty Hospitalised: ইন্ডিয়ান পুলিশ ফোর্সের শুটিং চলাকালীন আহত রোহিত শেট্টি, হয়েছে অস্ত্রোপচারও

Rohit Shetty-Cop Universe: হাতে একটি ছোট্ট অস্ত্রোপচার হয়েছে রোহিতের। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে হাসপাতাল থেৃৃৃৃৃৃৃকে।

Rohit Shetty Hospitalised: ইন্ডিয়ান পুলিশ ফোর্সের শুটিং চলাকালীন আহত রোহিত শেট্টি, হয়েছে অস্ত্রোপচারও
রোহিত শেট্টি...
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 4:15 PM

হায়দরাবাদের ফিল্ম সিটিতে শুটিং করছিলেন পরিচালক রোহিত শেট্টি। তাঁর ড্রিম প্রজেক্ট ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজ়ের শুটিংয়ে ব্যস্ত ছিলেন পরিচালক। সেই শুটিং চলাকালীন সেটে আহত হন রোহিত। তাঁর হাতে চোট লাগে। হায়দরাবাদের কামিনেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৎক্ষণাৎ। TV9 নিউজ় নেটওয়ার্কের রিপোর্ট অনুযায়ী, হাতে একটি ছোট্ট অস্ত্রোপচার হয়েছে রোহিতের। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। সূত্র মারফত জানা গিয়েছে, পুলিশি বীরত্বের উপর তৈরি ওয়েব সিরিজ়ে একটি গাড়িকে ধাওয়া করার দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন রোহিত।

বিগত কয়েক বছর ধরে ‘সিংহম’, ‘সিংহম রিটার্স’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মতো ছবি তৈরি করেছেন রোহিত। তৈরি করেছেন নিজের কপ ইউনিভার্স। পুলিশের জীবনের লড়াই, তাঁদের বীরত্বকে তুলে ধরাই রোহিতের জীবনের উদ্দেশ্য। তেমনটাই মনে করেন তাঁর অনুরাগীরা এবং ইন্ডাস্ট্রি। এবার একটি ওয়েব সিরিজ় তৈরি করছেন রোহিত। এবং সেটি পুলিশ কেন্দ্রিক – ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’।

রোহিতের পুলিশি বীরত্বের গাঁথায় সাদা রঙের স্কর্পিও গাড়ি থাকবে না হতেই পারে না। সেই গাড়িগুলি নিয়ে অনেক কেরামতি দেখান রোহিত। কখনও গাড়ি আকাশে উড়ে যায়, গোল-গোল ঘোরে, দুষ্টুলোককে ধাওয়া করে, গাড়ি ঠোকাঠুকি হয়। হিরোর হিরোগিরির সঙ্গে পাল্লা দিয়ে যেন অভিনয় করে গাড়িও। পুলিশের প্রতি শ্রদ্ধা এবং গাড়ির প্রতি ভালবাসা রোহিতকে করে তুলেছে কপ ইউনিভার্সের কিং।