Egra: ১২ তে ১২! এগরায় তৃণমূলের বিরাট জয়

Egra: বিজেপির দখলে থাকা জুমকি গ্রাম পঞ্চায়েতের জুমকি, মানিকাদিঘি, বিশ্বনাথপুর, সিমুলিয়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুমকি সমবায় সমিতি। ১২টি আসনের সমবায়ে ভোটারের সংখ্যা প্রায় ৫৮০ । ভোট পড়েছে ৫২৬।

Egra: ১২ তে ১২! এগরায় তৃণমূলের বিরাট জয়
এগরায় তৃণমূলের জয়জয়কারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2024 | 9:51 PM

পূর্ব মেদিনীপুর:  এগরায় সমবায় সমিতির ভোটে বিরাট জয় তৃণমূলের। কার্যত খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির। কাঁথির সমবায় সমিতির ভোটে তৃণমূলের বিরাট জয়ের পরেও সেখানে কয়েক কিলোমিটার দূরে আর এক সমবায়ে সমস্ত আসনেই পরাজিত পদ্মশিবির। যা নিয়ে কটাক্ষ তৃণমূল। এগরার জুমকি সমবায় সমিতিতে ১২টি আসনের মধ্যে ১২ টিতে জয়ী হল ঘাসফুল শিবির। এর ফলে সমবায়টির দখল নিল তৃণমূল। শাসকদলের দাবি, বিজেপির ‘চরম সাংগঠনিক দুর্বলতা’ প্রমাণ করেছে এই ফল। বিজেপির দাবি, কী কারণে এমনটা হয়েছে তা তারা খোঁজ নিয়ে দেখবে।

বিজেপির দখলে থাকা জুমকি গ্রাম পঞ্চায়েতের জুমকি, মানিকাদিঘি, বিশ্বনাথপুর, সিমুলিয়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুমকি সমবায় সমিতি। ১২টি আসনের সমবায়ে ভোটারের সংখ্যা প্রায় ৫৮০ । ভোট পড়েছে ৫২৬। নির্বাচনের দিন ঠিক ছিল ২০ ডিসেম্বর। এদিনের নির্বাচনে সমবায়ের বোর্ডটি তৃণমূলের দখলেই চলে গেল।

স্থানীয় তৃণমূল নেতা ইন্দুভূষণ প্রধানের কটাক্ষ, ‘‘বিজেপির সঙ্গে যে সাধারণ মানুষের কোনও যোগাযোগ নেই। তা আজকের ঘটনাতেই স্পষ্ট হয়ে গেল।’

পদ্মশিবিরের দাবি আবার ভিন্ন। তাঁরা স্থানীয় স্তরে কোনও গন্ডগোলের আঁচ পাচ্ছেন। বিজেপির এগরা ১ ব্লকের বিরোধী দলনেতা তাপস দে বলেন, ‘‘এটা সম্পূর্ণ ভাবে স্থানীয় নেতৃত্বের দেখার বিষয়। তবে ঠিক কোন কারণে এমন সমস্যা হল, তা খোঁজ নিয়ে দেখব।”